পারদর্শিতার মানদন্ড
• স্বাস্থ্যবিধী মেনে সুরক্ষা পোশাক পরিধান করা
• চিংড়ি নার্সারির বিভিন্ন অংশ চিহ্নিত করা।
চিংড়ি নার্সারির কোন অংশের কি কাজ তা করে শেখা।
• শ্রেণি বিন্যাসের উপর ভিত্তি করে এটা কোন ধরনের নার্সারি তা নির্ণয় করা।
দক্ষতা অর্জনের প্রয়োজনে বিভিন্ন অংশের কাজগুলো বারবার অনুশীলন করা ।
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
মাক্ষ
গ্রাভস্
স্যানিটাইজার
অ্যাপ্রন
গামবুট
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুপমেন্টস, মেশিন)
পি এইচ মিটার
অক্সিজেন মিটার
থার্মোমিটার
পাওয়ার টিলার
(গ) প্রয়োজনীয় মালামাল
চুন
জৈব সার
ইউরিয়া সার
টি এস পি সার
পেন্সিল
খাতা
(ঘ) কাজের ধারা
১. উপকূলীয় অঞ্চলের চিংড়ি চাষ এলাকায় কোনো নার্সারি পুকুরে গমন করো।
২. নার্সারি পুকুরের তলদেশ ২-৫ সপ্তাহ সূর্যালোকে শুকিয়ে নিতে হবে।
৩. পুকুরের তলদেশ লাংগল বা ট্রাক্টর দিয়ে চাষ করে মাটির পিএইচ অনুযায়ী চুন প্রয়োগ করতে হবে।
৪. চুন প্রয়োগের ৪/৫ দিন পর ৮০০-১,০০০ কেজি/একর জৈব সার প্রয়োগ করতে হবে।
৫. এরপর একর প্রতি ২০ কেজি ইউরিয়া ও ৩৮ কেজি টিএসপি সার প্রয়োগ করতে হবে ।
৬. সার প্রয়োগের পর ৬ ইঞ্চি পানি প্রবেশ করিয়ে ১০-১২ দিন অপেক্ষা করতে হবে।
৭. অতঃপর পানির গভীরতা ২-৩ ফুট বাড়াতে হবে।
৮. পানিতে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য না জন্মালে পুনরায় ৮ কেজি/একর ইউরিয়া সার এবং ২০ কেজি/একর টিএসপি সার প্রয়োগ করতে হবে। এর পর ৫-৬ দিন অপেক্ষা করতে হবে।
৯. নার্সারি পুকুর প্রস্তুতির ধাপগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করো।
১০. ব্যবহারিক খাতায় নার্সারি পুকুর প্রস্তুতির ওপর প্রতিবেদন লেখ।
কাজের সতর্কতা:
আত্মপ্রতিফলন:
চিংড়ি নার্সারি পুকুর প্রস্তুতি পর্যবেক্ষণ ও সনাক্তকরণে দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
আরও দেখুন...