গ্রাফ পেপারের বৈশিষ্ট্য ।

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ভূমিকা- 
ডিজাইন পেপারর কিছুই নয় শুধু কতগুলো স্কোয়ার ঘরের কাগজ। স্কোয়ার বা চৌকো ঘরগুলো দৈর্ঘ্যে ও প্রস্থে একই দূরত্বে থাকে এবং লম্বালম্বি ও আড়াআড়ি রেখাসমূহ পরস্পর সমকোণে ভেদ করে চলে যায়। প্রতিটি গ্রাফ পেপারেরই একটি নির্দিষ্ট দূরত্ব পর পর বার লাইন দ্বারা সীমাবদ্ধ করা হয় যাতে সহজেই অংকিত ডিজাইনের ঘরসংখ্যা চিহ্নিত করা সহজ হয় ।

গ্রাফ পেপারের বৈশিষ্ট্য - 
গ্রাফ পেপারের বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো- 
০ কাগজে অংকিত কতগুলো সমান্তরাল আড়াআড়ি ও লম্বালম্বি সরলরেখা । 
০ প্রতিটি সমান্তরাল আড়াআড়ি ও লম্বালম্বি সরলরেখা পরস্পর সম দূরত্বে ও সমকোণে ভেদ করে চৌকো ঘরের সৃষ্টি করে । 
০ প্রতিটি চৌকো ছোট ছোট ঘর বর্গাকার। 
০ সনাক্তকরণের সুবিধার্থে চৌকো ঘরগুলো ৮, ১০ অথবা ১৬ ঘর এর পর পর বার অথবা মোটা রেখা দ্বারা সীমাবদ্ধ করা হয়ে থাকে।

০ গ্রাফ পেপার বিভিন্ন নামের হয়ে থাকে । যথা-ডিজাইন পেপার, পয়েন্ট পেপার, স্কোয়ার পেপার ।

সর্তকতা

ডিজাইন পেপারের স্কোয়ার ঘর কখনও কোণাকুণি হয় না অর্থাৎ প্রতি ঘরের ছেদ বিন্দু ৯০° কোণ করে থাকে । 

উপসংহার / মন্তব্য

Content added By
Promotion