গ্রিসের বিখ্যাত ব্যক্তিবর্গ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
Please, contribute to add content into গ্রিসের বিখ্যাত ব্যক্তিবর্গ.
Content
  • বিখ্যাত গ্রিক দার্শনিক।
  • বিখ্যাত উক্তি “Know thyself "
  • প্লেটোর শিক্ষক ছিলেন ।
  • 'হেমলক' নামক বিষপানে তাকে হত্যা করা হয় ।
Content added By
  • বিখ্যাত গ্রীক দার্শনিক।
  • এরিস্টটলের শিক্ষক ছিলেন সক্রেটিস।
  • তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান- অ্যাকাডেমি
  • বিখ্যাত গ্রন্থ- রিপাবলিক
Content added By
  • বিখ্যাত গ্রীক দার্শনিক।
  • প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান- লাইসিয়াম
  • বিখ্যাত গ্রন্থ- পলিটিকস
  • তিনি আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন।
  • রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও জীববিদ্যার জনক।
Content added By
  • আলেকজান্ডার মেসিডোনিয়ার শাসক ।
  • মাত্র ২০ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন
  • ইরান হয়ে মধ্য এশিয়ায় প্রবেশ করেন।
  • খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারতবর্ষ আক্রমণ করে দখল করেন।
  • সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন- ব্যবিলনে।
Content added By
  • প্রাচীন রোমান কবি ছিলেন।
  • রোমান সম্রাজ্যের জাতীয় মহাকাব্য ইনিড (Aeneid) রচনা করেন। 
  • বিখ্যাত কাব্যগ্রন্থের নাম- Georgies & Bucolics
  • হোমার গ্রীসের অন্ধ মহাকবি ।
  • ‘ইলিয়াট’ ও ‘ওডেসি’তার দু'টি মহাকাব্য ।

বিখ্যাত উক্তি-

  • “প্রতিটি দুঃখী আত্মা সততার প্রতীক”
  • “অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো”
Content added || updated By
গ্রিসের কবি
মিসরের সম্রাট
চীনের পুরোহিত
রোমান সম্রাট
গ্রীক
ইংলিশ
ল্যাটিন
ফার্সী
স্প্যানিশ
Promotion