ঘানা বা গানা পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র, যা ১৯৫৭ সাল পর্যন্ত গোল্ড কোস্ট নামে পরিচিত একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। ওই বছরই এটি সাহারা-নিম্ন আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। আধুনিক ঘানার নামকরণ করা হয়েছে মধ্যযুগীয় ঘানা সাম্রাজ্যের নাম অনুসারে, যা বর্তমান ঘানার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ছিল। স্বাধীনতার পর ঘানা আফ্রিকার অন্যান্য দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়। দেশটিতে শতাধিক জাতিগোষ্ঠীর বসবাস থাকলেও বড় ধরনের জাতিগত সংঘাত তুলনামূলকভাবে কম। আক্রা হলো দেশের রাজধানী ও বৃহত্তম শহর, আর ইংরেজি সরকারিভাষা হলেও অধিকাংশ মানুষ নিজস্ব আফ্রিকান ভাষায় কথা বলে। অর্থনৈতিকভাবে ঘানা আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ হলেও কৃষিনির্ভরতার কারণে দারিদ্র্য এখনো একটি বড় সমস্যা। স্বর্ণখনি, কাকাও উৎপাদন ও পর্যটন দেশের প্রধান আয়ের উৎস। ১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত সামরিক শাসন ও অর্থনৈতিক সংকটে দেশটি ক্ষতিগ্রস্ত হলেও ১৯৯০-এর দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ঘানা আফ্রিকান রাজনীতিতে একটি স্থিতিশীল ও নেতৃস্থানীয় রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে; এরই প্রমাণ ১৯৯৭ সালে ঘানার নাগরিক কফি আনানের জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়া।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more