ঘানা

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1.6k

ঘানা বা গানা পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র, যা ১৯৫৭ সাল পর্যন্ত গোল্ড কোস্ট নামে পরিচিত একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। ওই বছরই এটি সাহারা-নিম্ন আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। আধুনিক ঘানার নামকরণ করা হয়েছে মধ্যযুগীয় ঘানা সাম্রাজ্যের নাম অনুসারে, যা বর্তমান ঘানার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ছিল। স্বাধীনতার পর ঘানা আফ্রিকার অন্যান্য দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়। দেশটিতে শতাধিক জাতিগোষ্ঠীর বসবাস থাকলেও বড় ধরনের জাতিগত সংঘাত তুলনামূলকভাবে কম। আক্রা হলো দেশের রাজধানী ও বৃহত্তম শহর, আর ইংরেজি সরকারিভাষা হলেও অধিকাংশ মানুষ নিজস্ব আফ্রিকান ভাষায় কথা বলে। অর্থনৈতিকভাবে ঘানা আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ হলেও কৃষিনির্ভরতার কারণে দারিদ্র্য এখনো একটি বড় সমস্যা। স্বর্ণখনি, কাকাও উৎপাদন ও পর্যটন দেশের প্রধান আয়ের উৎস। ১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত সামরিক শাসন ও অর্থনৈতিক সংকটে দেশটি ক্ষতিগ্রস্ত হলেও ১৯৯০-এর দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ঘানা আফ্রিকান রাজনীতিতে একটি স্থিতিশীল ও নেতৃস্থানীয় রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে; এরই প্রমাণ ১৯৯৭ সালে ঘানার নাগরিক কফি আনানের জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়া।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...