আসীৎ পুরা হস্তিনায়াং দুষ্যন্তো নাম একঃ পরাক্রান্তো রাজা। একদা স মৃগয়ার্থং সসৈন্যো রাজ্যাৎ বহির্জগাম। বহুনি অরণ্যানি নিঃশ্বাপদানি কৃত্বা স কণ্বমুনেরাশ্রমমুপগতঃ। অস্থিনের কালে মহর্ষিঃ কঃ তপস্যার্থং সোমতীর্থং যযৌ । আশ্রমাভ্যন্তরে আসীৎ কণ্নমুনের পালিতা কন্যা রূপযেবিনসম্পন্না অনুঢ়া শকুন্তলা। অনসূয়া প্রিয়ংবদা তস্যাঃ প্রিয়সখ্যে। আশ্রমে বহবঃ শিষ্যা অপি নাবসন।
রাজা দুয্যন্ত আশ্ৰমং প্রবিশ্য রূপলাবণ্যময়ী শকুন্তলাং দৃষ্টা গাল্বববিধিনা তামুপদেমে। অর্থ “অচিরমের ত্বাং
রাজধানীং মেষ্যামি, অঙ্গুরীয়কং গৃহাণ" ইত্যুত্ত্বা স হস্তিনাপুরীং প্রভস্থে ।
গতেষু কতিপয়েষু দিবসেষু মহর্ষিদুর্বাসা তত্রাগতঃ। পতিচিন্তাপরায়ণা শকুন্তলা নাশুনোদ্ অভিযেতস্য
নিবেদনম্। অতঃ কুপিতঃ সন দুর্বাসা তাং শশাপ-
“বিচিন্তয়ন্তী যমনন্যমান
তপোধনং বেসি মামুন সমুপস্থিত।
সুবিখ্যাতি তাং ন স বোধিতোঽপি সন
কথাং প্রমত্তঃ প্রথমাং কৃতামিঃ”
শাপাদস্মাৎ রাজা দুখ্যস্তঃ শকুন্তলাং বিস্তৃতবান কিয়দিবসাদন্তরং মহর্ষি কণুঃ সোমতীর্থাৎ আশ্ৰমং প্রত্যাগতঃ। ধ্যানযোগেন সর্বমেব বিদিত্বা স গর্ভবতী শকুন্তলাং স্বামিগৃহং প্রেরয়ামাস। শাপেন পুস্তস্মৃতিঃ রাজা প্রণষ্টাভিজ্ঞানাং শকুন্তলাং পত্নীরূপেণ ন অগ্রাহ। রাজসভায়া বহির্গতা ভূলুণ্ঠিতা ক্রন্দনরতা শকুন্তলা সানুমত্যা নাম অসরসা নীতা মহামুনের্মারীচস্য আশ্রমে রক্ষিতা।
অথ গচ্ছতা কালেন কস্যাপি জালিকস্য সকাশে রাজনামাঙ্কিতম্ অভিজ্ঞানাঙ্গুরীয়কং সংপ্রাপ্য রাজা দুখান্তঃ
সশকুন্তলাং পুনঃ স্মরতি স্ম পরং কুত্র শকুন্তলা অবতিষ্ঠতে ইতি তেন ন জ্ঞাতম্।
অনন্তরমেকস্মিন্ দিবসে রাজা দুষণ্ডো দৈত্যহ নিহন্তুম ইন্দ্রপ্রেষিতং রথমারুহ্য দিবং গতঃ। দৈত্যং নিহত্য স রাজধানীং প্রত্যগচ্ছন মাহীচস্য মহামুনেরাশ্রমং গত। তত্র স শকুন্তলয়া পুত্রেণ ভরতেন চ সহ মিলিতো বস্তুব। সর্বং ভাগ্যায়ত্তমিতি মতা শকুন্তলা স্বামিরাজ্যং প্রবিশ্য সুখেন মহান্তং কালং নিনায়।
মহাকবি কালিদাস সংস্কৃত সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তিনি আনুমানিক খ্রিষ্টাব্দ চতুর্থ শতকে জন্মগ্রহণ করেন। মালবিকাগ্নিমিত্র, বিক্রমোর্বশীয় ও অভিজ্ঞানশকুন্তল তাঁর বিখ্যাত নাট্যগ্রন্থ। এই তিনটি নাটকের মধ্যে 'অবিজ্ঞানশকুন্তল 'তাঁর অবিনশ্বর কীর্তি। এতে নাট্য ও কাব্যসৌন্দর্যের এক অভিনব সমন্বয় ঘটেছে। কালিদাসের অমর গীতিকাব্য 'মেঘদূত' এবং মহাকাব্য 'রঘুবংশ ও 'কুমারস'। 'শকুন্তলোপাখ্যানম্' "অভিজ্ঞানশকুন্তলম্' নাটকের কাহিনী অবলম্বনে অতি সংক্ষেপে প্রণীত।
শব্দার্থ। জগাম- গেলেন। আশ্রমাভ্যন্তরে- আশ্রমের ভেতর। গান্ধরবিধিনা- গান্ধর্ববিবাহের বিধান অনুসারে। প্রমত্তঃ- উন্মত্ত। জালিকস্য- জেলের। অভিজ্ঞানাঙ্গুরীয়কম্ পরিচয়জ্ঞাপক আংটি।
পার্শ্বববিবাহ- পরস্পর শপথ করে নারী পুরুষের মধ্যে যে বিবাহ অনুষ্ঠিত হয় তাকে বলা হয় পার্শ্বববিবাহ- "গা সময়া মিথঃ
সগিবিচ্ছেদ । অস্থিনের = অস্মিন্ + এব ইত্যুরা = ইতি + উক্তা। রাজনামাঙ্কিতম্ = রাজনাম + অঙ্কিতম্। অনন্তরমেকস্=ি অনন্তরম্ + একদিন। কারণসহ বিভক্তি নির্ণয় । হস্তিনায়া- অধিকরণে ৭মী। তাম্- কর্মে হয়া। ধ্যানযোগেন- করণে তয়া।
শকুন্তলয়া- সহশব্দযোগে ৩য়া। সুখেন- প্রকৃত্যাদিত্বাৎ শুয়া।
সমাস ও ব্যাসবাক্য । আশ্রমাভান্তরে আশ্রমস্য অভ্যন্তরে (ষষ্ঠী তৎপুরুষঃ)। স্বামিগৃহং স্বামিনঃ গৃহং (৬ষ্ঠী
তৎপুরুষঃ)। মহামুনের মহান মুনিঃ (কর্মধারয়া), তস্য। অনুঢ়া ন উড়া (নঞ তৎপুরুষঃ ।
ব্যুৎপত্তি নির্ণয় : উপগতঃ = উপ-√গম্ + উপযেমে উপ ধম্ + লিটু এ প্রতপ্রো পিট্ এ। বিচিন্তয়ন্তী = বি- √চিহ্ন + শতৃ + ত্ৰিয়াম্ ডীপ । শশাপ = শপ্ + লিট্ অ।
আরও দেখুন...