ছবি দেখে ধারণা পাই

নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | NCTB BOOK

অভিজ্ঞতা ২

উপহার ৪৪

ছবি দেখে ধারণা পাই

 

এই সেশনের শুরুতে শিক্ষক তোমাদের প্রাকৃতিক বিপর্যয়ের কয়েকটি স্থিরচিত্র প্রদর্শন করবেন। তারপর তিনি তোমাদের একটি ভিডিও প্রদর্শন করবেন।

 

সম্ভাব্য ভিডিওর লিঙ্ক নিচে দেয়া হলো।

https://youtu.be/ay416AyoqRU?t=218 অথবা

https://youtu.be/OFZXxb3FNkw?t=512

ভিডিও দেখানোর জন্য শিক্ষক মাল্টিমিডিয়া ও স্ক্রিন ব্যবহার করবেন। শিক্ষক স্থিরচিত্রগুলো একটি রশি দিয়ে শ্রেণিকক্ষে ঝুলিয়ে রাখতে পারেন। তুমি এমনভাবে আসন গ্রহণ করো যেন ছবি ও ভিডিও সুন্দরভাবে দেখতে পারো।

 

 

ভিডিও প্রদর্শন করার সময় তুমি অন্যদের সঙ্গে মনোযোগ দিয়ে অংশগ্রহণ করো। তুমি মনোযোগ দিয়ে অংশগ্রহণ করো কি না শিক্ষক তা পর্যবেক্ষণ করবেন। রশির সঙ্গে যুক্ত থাকা স্থিরচিত্রগুলো তুমি ভালো করে দেখো। ভিডিও এবং স্থিরচিত্রগুলো দেখা শেষ হলে কিছুটা সময় ছবি ও ভিডিও নিয়ে একটু চিন্তা করো। তুমি কী দেখতে পেলে তা অনুধাবন করো। তুমি যা চিন্তা করেছ তার একটি একক কাজ করতে হবে। শিক্ষক এই কাজের জন্য সময় নির্দিষ্ট করে দিবেন। তোমাকে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে।

ছবি ও ভিডিও দেখে প্রাকৃতিক বিপর্যয়ের ধরন ও কারণগুলো সম্পর্কে তুমি কি কোনো ধারণা পেলে? ধারণাগুলো নিচে নমুনা ছক আকারে তোমাকে লিখতে হবে।

 

১। প্রাকৃতিক বিপর্যয়ের ধরনগুলো কী কী?

যেমন 

১। বন্যা 

২। 

৩।

২। প্রাকৃতিক বিপর্যয়ের কারণগুলো কী কী?

যেমন 

১। অপরিকল্পিত রাস্তা তৈরি

২। 

৩।

৩। ছবি ও ভিডিওতে মানুষ কীভাবে বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করছে?

যেমন 

১। মানুষ একে অপরকে সাহায্য করছে

২। 

৩।

লেখা শেষ হলে শিক্ষকের কাছে তোমার কাজটি জমা দিবে। শিক্ষক এ কাজের জন্য তোমার সঙ্গে কথা বলতে পারেন, তার জন্য তুমি প্রস্তুত থেকো।

 

পরবর্তী ক্লাসের প্রস্তুতি হিসেবে ফ্লিপ চার্ট তৈরির জন্য পুরাতন ক্যালেন্ডার ও ছবি আঁকার সরঞ্জাম নিয়ে এসো।

শিক্ষকের পর্যবেক্ষণ

 

তুমি তোমার লেখায় প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের করণীয় কতটুকু প্রকাশ করতে পেরেছ শিক্ষক তা পর্যবেক্ষণ করবেন।

Content added || updated By

আরও দেখুন...

Promotion