জনসংখ্যা সমস্যার সমাধান

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - জনসংখ্যা | | NCTB BOOK
19
19

এই অধ্যায়ে উল্লিখিত সমস্যার সমাধানে আমাদের যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো :

খাদ্যখাদ্যের উৎপাদন বাড়াতে হবে।
বাসস্থানগৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে।
পরিবেশপরিবেশ দূষণ রোধ করতে হবে, যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায় ।
স্বাস্থ্যরোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং সাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।
শিক্ষাশতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
দক্ষতার উন্নয়নদক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে।
বাণিজ্যিক ভারসাম্যআমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

 

ক. এসো বলি

পাশের পৃষ্ঠায় উল্লিখিত বিষয়গুলোর উপর প্রেপিতে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন কর। বিতর্কে প্রতিটি দল একটি বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। প্রতিটি দলই উল্লেখ করবে কেন সরকার তাদের দলের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সবার মুক্তি উপস্থাপন শেষ হলে শ্রেণিতে সবাই ভোট দিবে ও যে কোনো একটি দলকে বিজয়ী নির্বাচন করবে।

 

খ. এসো লিখি

পালের পৃষ্ঠার উল্লিখিত সমাধানের একটি উপার নির্ধারণ করা কেন এটিকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত তা লেখ।

 

গ. আরও কিছু করি

তোমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কে কী করছে সে সম্পর্কে তথ্য খুঁজে বের কর। তাদের মধ্যে কতজন-

১. কৃষিকাজ করছে.......…….. 

২. চাকরি করছে...………

৩. ব্যবসা করছে ……………..

৪. উচ্চ শিক্ষা গ্রহণ করেছে.........

 

ঘ. যাচাই করি

অল্প কথায় উত্তর দাও :

আমরা কীভাবে আমাদের রন্তানি বৃদ্ধিতে মানবসম্পদকে ব্যবহার করতে পারি?

Content added By
Promotion