জব ০৪ঃ বিভিন্ন জাতের রাজহাঁস সনাক্তকরন

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
3

জবের নাম: বিভিন্ন জাতের রাজহাঁস সনাক্তকরন।

রাজা সাধারণত দুই উদ্দেশ্যে পালন করা হয়। যথা- মাংসের জন্য ও সৌখিনতা। এই দুই উদ্দেশ্যে অনেক জাতের রাজহাঁস পালন করা হয়। এক্ষেত্রে রাজহাঁস সংগ্রহ করে এবং সম্ভব না হলে রাজহাঁসের বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে এদের সনাক্ত করা হয়।

পারদর্শিতার মানদন্ডঃ

১) বিভিন্ন জাতের রাজহাঁসের সমাজকারী বৈশিষ্ট্য বলতে পারা। 

২) বিভিন্ন জাতের রাজহাঁস সনাক করা 

৩) বিভিন্ন প্রকার ছবি, তথ্য সংগ্রহ করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

খ) প্রয়োজনীয় কাঁচামাল

 

গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি:

 

কাজের ধারা:

১) বিভিন্ন জাতের রাজহাঁস সংগ্রহ করে পাশাপাশি খাঁচায় সাজিয়ে রাখ। 

২) সম্ভব না হলে তাদের প্রয়োজনীয় ছবি ও তথ্যযুক্ত প্লাইড সংগ্রহ কর। 

৩) বিভিন্ন জাতের বাহ্যিক বৈশিষ্ট্য ও উৎপাদন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কর ।

8) নিরাপত্তামূলক পোষাক যেমন অ্যারণ ও দানা পরে নাও । 

৫) বিভিন্ন জাতের রাজহাঁস সংগ্রহ করে বাহ্যিক বৈশিষ্ট্যসমূহ সমাপ্ত করে তথ্যের সাথে মিলিয়ে নাও। 

৬) রাজহাঁসের জাতগুলো উৎপাদন বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং পালনের উদ্দেশ্য অনুসারে শ্রেণিবিভাগ কর।

 

         ১) ছকে মাংস উৎপাদনকারি রাজহাঁসের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করে লিপিবদ্ধ কর।

 

সতর্কতা: 

১. বিভিন্ন জাতের রাজহাঁস পৃথক ভাবে রেখে সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে যেন এক জাতের সাথে অন্য জাত মিশে না যায়। 

২. রাজহাঁস সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন ছুটে না যায় ও গায়ে বিষ্ঠা না লাগে ৷

 

 

 

Content added By
Promotion