কোনো স্থানের স্বল্প সময়ের পড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে।
বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন- শিল্প কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে-
• গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
• অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে।
• ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে।
• বারবার ভয়াবহ বন্যা হচ্ছে।
• মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে।
• গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে।
• ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিশেষত: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের বিষয়টি শিক্ষকের সহায়তার আলোচনা কর ।
• আমরা পরিবেশের কী কী ক্ষতি সাধন করি?
• এর ফলে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ে?
• পরিবেশের বিপর্যয়ে পৃথিবী কী ধরনের ক্ষতির সম্মুখীন হবে?
• আমরা কীভাবে এটি রোধ করতে পারি?
নিচের দুইটি কলামে জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল লেখ। কাজটি জোড়ার কর।
ভালবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট কারণ | জলবায়ু পরিবর্তনের ফলাফল |
---|---|
২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের কর। ঘণ্টায় এর গতিবেগ ছিল ১৬০ কিলোমিটার যা ৩,৪৪৭ জনের জীবনহানি ঘটায়। ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় ৩৩০ জন মানুষ মারা যায়, ৮২০৮ জন নিখোঁজ হয় এবং ১০ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝগুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনের/শিক্ষকের কী মনে আছে তা জেনে নাও ।
অল্প কথায় উত্তর দাও :
তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কী কী ক্ষতি হয়?
Read more