Biotechnology শব্দটি কয়টি শব্দের সমন্বয়ে গঠিত?
‘বায়োটেকনোলজি' শব্দটি প্রবর্তন করেন কে?
কত সালে Biotechnology শব্দটি প্রবর্তিত হয়?
কার্ল এরেকি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
গ্রেগর জোহান মেন্ডেল কত সালে জেনেটিক-এর সূত্রসমূহ আবিষ্কার করেন?
জীবপ্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে কৃষি উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয় কোনটি?
গাজন এবং চেলাইকরণের প্রযুক্তিজ্ঞান মানুষ কত বছর আগে রপ্ত করেছিল?
টিস্যু কালচারে নিচের কোনটিতে পুষ্টি ও বর্ধনের জন্য সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়?
টিস্যু কালচারের ধাপ কয়টি?
টিস্যুকালচারে কোন যন্ত্রে ব্যবহার করা হয় ?
নিচের কোনটি টিস্যু কালচার প্রযুক্তিতে আবাদ মাধ্যম জমাট বাঁধতে সাহায্য করে?
আবাদ মাধ্যম কত তাপমাত্রায় জীবাণুমুক্ত হয়?
টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়ার নাম কী?
টিস্যু কালচারের উদ্দেশ্যে পৃথককৃত উদ্ভিদ অংশের নাম কী?
সুমনদের নার্সারিতে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে অধিক চারা উৎপাদন হয়েছে একটি প্রক্রিয়া অবলম্বন করে প্রক্রিয়াটি-
আবাদ মাধ্যম কোন যন্ত্র দ্বারা জীবাণুযুক্ত করা হয়?
পূর্ণাঙ্গ চারাগুলো প্রাকৃতিক পরিবেশে কখন লাগানো হয়?
সুক্রোজ যোগ করলে আবাদ মাধ্যমে কী ঘটে?
বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন ও সংরক্ষণে নির্ভরযোগ্য প্রযুক্তি কোনটি?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অন্য নাম কী?
খণ্ডিত প্লাজমিড DNA-কে গ্রাহক কোষে প্রবেশ করানোর পদ্ধতিকে কী বলা হয়?
রিকম্বিনেন্ট DNA এর ক্ষেত্রে মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কী?
নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের DNA-র পরিবর্তন ঘটানোই হলো—
জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে কী বলে?
রিকম্বিনেন্ট DNA প্রস্তুতি কয়টি ধাপে সম্পন্ন হয় ?
রিকম্বিনেন্ট DNA তৈরির প্রথম ধাপ কোনটি?
এনজাইম ডিএনএ সূত্রকে সংযুক্ত করে?
DNA কে কাটার বিশেষ ধরনের এনজাইম কোনটি?
কোনটির আক্রমণে আদুর লেট ব্লাইট রোগ হয় ?
ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত হলো নিচের কোনটি?
TMV ভাইরাসের জিন পাওয়া যায় কোনটিতে?
ভাইরাল কোট প্রোটিন জিন দ্বারা ভাইরাস প্রতিরোধী কী ধরনের ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে?
TOMV প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে ?
রিকম্বিনেন্ট DNA প্রতিস্থাপন করা হয় কোনটিতে?
জিন প্রকৌশলে কিসের পরীক্ষা করা হয়?
রিং-স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির?
লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে?
ToMV প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে?
ধানে কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে?
ধানে কোন পদার্থটি যোগ করার প্রচেষ্টা অব্যাহত হয়েছে?
আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী তুলার জাত উদ্ভাবন করা হয়েছে কোন প্রক্রিয়ায়?
কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে?
Bt এর পূর্ণরূপ কী?
কলিওপটেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম কোনটি?
ভেড়ার লোমের গুণগতমান ও সংখ্যা বৃদ্ধির জন্য কোন জিন দায়ী ?
বর্তমানে বাজারে বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যায়। এর কারণ-
হেপাটাইটিস বি-ভাইরাসের ঔষধ তৈরি হয় নিচের কোনটি থেকে?
ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে?
বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
জীবপ্রযুক্তির মাধ্যমে Ecoli ব্যাকটেরিয়া ব্যবহার করে নিচের কোনটি উৎপাদন করা হয়?
কৌলিগত পরিবর্তন সাধিত হয় কোন মাছের?
মাছের আকার বৃদ্ধির জন্য কোন মাছের বৃদ্ধির হরমোনের জিন স্থানান্তর করা হয়?
কৌলিগত পরিবর্তনের মাধ্যমে লইট্যা, তেলাপিয়া প্রভৃতি মাছের আকার কতভাগ বাড়ানো সম্ভব?
কোনটি হতে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা তৈরি করা হয়?
ইন্টারফেরন কোন ভাইরাসের টিকা?
মানব বৃদ্ধির হরমোন তৈরি হচ্ছে কোনটি থেকে?
মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন জিন স্থানান্তরের মাধ্যমে কোন প্রাণীর কৌলিগত পরিবর্তন ঘটানো হয়েছে?
জিন প্রকৌশলের মাধ্যমে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব?
কোন অণুজীবটি পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে?
কোন বিজ্ঞানী রোগমুক্ত ডালিয়া ও আলুগাছ উদ্ভব করেন?
কোন দেশ OR palm এ বংশবৃদ্ধি টিস্যুকালচার পদ্ধতিতে সম্পন্ন করে?
থাইল্যান্ড টিস্যু কালচারের মাধ্যমে কত মিলিয়ন অনুচারা উৎপাদন করা যায় ?
উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছের তেল ব্যবহার করা হয়?
উড়োজাহাজ চালানোর জন্য কোন গাছের তেল ব্যবহার করা যায়?
রকেট ইঞ্জিন চালাতে কোন মাছের তেল ব্যবহার করা হয়?
টিস্যুকালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অম্লক্ষ টুকরা থেকে বছরে কতটি চারা পাওয়া সম্ভব?
Jojoba একটি-
George Morel কোন দেশের বিজ্ঞানী ?
জুই সাস্পেনসান হতে কী উৎপাদিত হয় ?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটির পরিবর্তন ঘটে?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল উদ্দেশ্য কী?
কোন কোন পরিবেশে জোজোবা জন্মায়?
গ্লাডিওলাস কী?
ভাইরাসমুক্ত আলু উৎপাদনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
কোনটি টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা?
মেরিস্টেম কালচার করা হয়-
জৈব প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে ব্যবহার করা যায়-
i. অনুজীব
ii. উদ্ভিদ দ্রব্যাদি
iii. প্রাণিজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয়—
i. মূলাংশ
ii. পরাগরেণু
iii. পার্শ্বমুকুল
টিস্যু কালচার' এর জন্য প্রযোজ্য-
i. এটি উদ্ভিদবিজ্ঞানের অংশii. Explants ব্যবহার করা হয়iii. পাম তেল উৎপাদন
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে-i. উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায়ii. ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবিত হয়েছেiii. পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদের জাত উদ্ভাবন হয়েছে
নিচের কোনটি সঠিক ?
জিন প্রকৌশলে ব্যবহৃত হয়-i. প্লাজমিডii. ব্যাকটেরিয়াiii. লাইগেজ
ইনসুলিন তৈরি করা হয়-i. ব্যাকটেরিয়া হতেii. ভাইরাস হতেiii. ইস্ট হতে
টিস্যু কালচার মিডিয়ামের প্রয়োজনীয় উপাদান হলো-i. ফাইটোহরমোনii. ম্যাক্রোপুষ্টিiii. ফ্রুক্টোজনিচের কোনটি সঠিক?
আগাছানাশক সহিঞ্চু জাত হলো-i. সয়াবিনii. তুলাiii. ক্যানোলা
বিকম্বিনেন্ট DNA প্রযুক্তিটিতে প্রয়োজন-i. রেসট্রিকশন এনজাইমii. লাইগেজ এনজাইমiii. প্লাজমিড
জিন প্রকৌশলের মাধ্যমে মাছের আকার ৬০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করাi. তেলাপিয়ারii. মাগুরেরiii. শিং মাছের
বাণিজ্যিক ইনসুলিন উৎপাদন হচ্ছে-i. ব্যাকটেরিয়াii. ভাইরাসiii. ইন্ট
কৌলিগতভাবে পরিবর্তিত E. coli বাকটেরিয়া ও ইস্ট ব্যবহৃত হয়— i. AIDS রোগের চিকিৎসায়ii. ক্যান্সার রোগের চিকিৎসায়iii. হেপাটাইটিস 'বি' রোগের চিকিৎসায়
Technology শব্দের অর্থ কোনটি?
কত সালে ওয়াটসন ও ক্লাক কে নোবেল পুরষ্কার দেওয়া হয়?
কোন প্রযুক্তির ব্যবহারে উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য পাওয়া গেছে?
Oil palm-এর বংশবৃদ্ধি করা হয় কোন পদ্ধতিতে?
নিচের কোন গাছটি বিশেষ মরুভূমির পরিবেশ ছাড়া জন্মায় না?
টিস্যুকালচারের মাধ্যমে রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কিসের চারা উৎপাদন করা হয়েছে?
অর্কিড ফুল রপ্তানি করা হয় নিচের কোন দেশে?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটির পরিবর্তন ঘটানো হয়?
নিচের কোনটির মধ্যে একই সাথে আগাছা সহিষ্ণু এবং পোকামাকড় প্রতিরোধী বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে?
টিস্যু কালচারের মাধ্যমে সৃষ্টি ভাইরাস প্রতিরোধী জাত হলো—i. আলুii. তামাকiii. পেঁপে
রিকম্বিনেন্ট DNA ব্যবহার করা হচ্ছে-i. দূষণমুক্তকরণii. বর্জ্যশোধনiii. পয়োনিষ্কাশন
জিন প্রকৌশলের ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়—i. চিকিৎসা ক্ষেত্রেii. প্রাণী উন্নয়নেiii. পরিবেশ রক্ষায়
x2+1x2 এর মান কত হলে x+1x2=a হবে?
Read more
or
Don't have an account? Register
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Ducimus nihil, quo, quis minus aspernatur expedita, incidunt facilis aliquid inventore voluptate dolores accusantium laborum labore a dolorum dolore omnis qui? Consequuntur sed facilis repellendus corrupti amet in quibusdam ducimus illo autem, a praesentium.
1 hour ago