জোড়ের ওয়েল্ড সম্পন্ন করতে পারা

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

ওয়েল্ডিং এর ধোঁয়া নির্গমনের জন্য নির্গমন নজল সর্বাধিক সুবিধাজনক অবস্থানে অ্যাডজাস্ট কর।

  • ওয়েল্ডিং এর দিকে ইলেকট্রোড প্রায় ২০ ডিগ্রি হেলাও ।
  • ওয়ার্কপিসের শেষ প্রান্ত পর্যন্ত ওয়েন্ড কর।
  • ওয়েল্ড শেষে জোড়ের স্থান চিপিং হ্যামার ও ওয়্যার ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার কর।

তৃতীয় টপ রান :

  • তৃতীয় রানের জন্য ইলেকট্রোডের ধরন, ব্যাস এবং কারেন্ট নিরূপণ কর।
  • প্রদত্ত চার্ট হতে তা নিরূপণ কর।
  • তৃতীয় রান (টপ) ওয়েল্ড করতে
  • ইলেকট্রোড আনুভূমিক তলের প্রায় কাছাকাছি রাখ।
  • ওয়ার্কপিসের শেষ প্রাপ্ত পর্যন্ত ওয়েল্ড কর। 
  • ইলেকট্রোড কিছুটা বৃত্তাকারে ঘুরিয়ে রান শেষ কর এবং আর্ক বন্ধ কর।

Content added By
Promotion