টেনিস

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1k

১৯শ শতকের শেষের দিকে ইংল্যান্ডের বার্মিংহামে সর্বপ্রথম টেনিস খেলার প্রচলন হয়। এই খেলা একটি আয়তকার কোর্টে খেলা হয় যার দৈর্ঘ্য থাকে ৭৮ ফিট ও প্রস্থ ২৭ ফিট। তবে টেনিস কোর্টের প্রকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। মূলত টেনিস কোর্ট ৪ ধরনের হয় যথা- ক্লে কোর্ট, গ্রাস কোর্ট, হার্ড কোর্ট এবং কার্পেট কোর্ট।

 

জেনে নিই 

  • টেনিস খেলার জন্ম হয়- ইংল্যান্ডে।
  • লন টেনিসের উদ্ভাবক- ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইংফিল্ড: ১৮৭৩ সালে
  • উইম্বলডন টেনিস গ্রাউন্ড অবস্থিত- লন্ডনের চার্চ রোডে।
  • Volley হলো- টেনিসে এক ধরনের শট।
  • 'ডেভিস কাপ' প্রবর্তন করা হয়- ১৯০০ সালে।
  • গ্র্যান্ডস্লাম হলো মোট ৪টি স্লাম টুর্নামেন্ট

উইম্বলডন 

অস্ট্রেলিয়ান ওপেন

ইউএস ওপেন

ফ্রেঞ্চ ওপেন

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...