ডাবল স্ট্রোকে ৪ : ৭ অনুপাতে ইংরেজি অক্ষর ও সংখ্যা লিখন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল: পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং পিট, ডাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড।

অঙ্কন প্রনালিঃ

  • প্রথমে ড্রয়িং বোর্ডটিকে ডাস্টার-এর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে শিট স্থাপন করে বর্ডার লাইন টেনে নিতে হবে।
  • এবার নির্দিষ্ট মাপের থাক আঁকতে হবে। গ্রাফ অঙ্কনের পর নির্দিষ্ট ঘর শুনে প্রতিটি অক্ষর চিত্রের যত করে লিখতে হবে।

চিত্র-৩.৩.২: ডাবল স্ট্রোকে ৪ : ১৭ অনুপাতে ইংরেজি অক্ষর ও সংখ্যা

  • বক্র রেখাসমূহ খালি হাতে না এঁকে কম্পাস বা সার্কুলার টেম্পলেট-এর সাহায্যে আঁকতে হবে। প্রতিটি ঘর শুনে সঠিক অনুপাতে আঁকতে হবে।
  • অনুশীলনের জন্য গ্রাফ প্যাডেও কাজটি করা যায় ।
Content added By
Promotion