ডিটেইল ড্রয়িং (Detail Drawing)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অপেক্ষাকৃত জটিল অংশসমূহ বা ওয়ার্কিং ড্রয়িং-এ দেখানো যায় না বা একটু বড় ফেলে করে মাপ দেখানোর দরকার হয় সে সকল ড্রয়িংকে ডিটেইল ড্রয়িং (Detail Drawing) বলে।

সাধারণত ১ : ১০ বা ১ : ২০ খেলে করা হয়। সিড়ি, দরজা-জানালার চৌকাঠ, রেলিং, সানশেড, মোল্ডিং, কাঠের ঘায়েন্ট ইত্যাদি কাজে ডিটেইল ড্রয়িং করা হয়।

চিত্রঃ ডিটেইল ড্রয়িং (Detail Drawing)

Content added By
Promotion