ডিরেক্টরি, ফোল্ডার ও ফাইল পরিচিতি

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ - কম্পিউটার অপারেটিং সিস্টেম | NCTB BOOK
449

কম্পিউটার মেমোরি বা সহায়ক যন্ত্র যেমন- হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রম ইত্যাদিতে পরস্পর সম্পর্কিত তথ্যকে একক হিসাবে বিশেষ নাম দিয়ে একসাথে সংরক্ষণ করা হলে তাকে ফাইল বলে। অর্থাৎ ফাইল হলো কম্পিউটার মেমোরিতে সংরক্ষিত তথ্যগুলোর লজিক্যাল ইউনিট। মূলত পরস্পর সম্পর্কিত এক বা একাধিক রেকর্ড নিয়ে ফাইল গঠিত হয়।

নথি বা ডকুমেন্ট যেখানে ধরে রাখা হয় তাকে ফাইল বলে। ফাইলগুলোকে যে স্তরে স্তরে সাজানো হয় তাকে ডিরেক্টরি বলে ।

ফোল্ডার হলো কম্পিউটার মেমোরিতে এমন একটি ক্ষুদ্র অংশ যেখানে বিভিন্ন ধরনের পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইল সংরক্ষণ করা যায়। সংরক্ষিত ফাইলগুলোর নামের সাথে সামঞ্জস্যতা রক্ষা করে ফোল্ডারের পরিচিতিমূলক নাম দেওয়া হয়ে থাকে।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।