ডিসপ্লে কেইস

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

৩. ২.৩ ডিসপ্লে কেইস

ডিসপ্লে কেসের টেকনিক্যাল স্পেসিফিকেশনে টেবিলে বিভিন্ন কেসের তাপমাত্রা দেওয়া আছে। এই টেবিলে বিভিন্ন ধরনের কেস যেমন মাংসের কেস ও অন্যান্য কেস দেয়া থাকে। কেসের দৈর্ঘ্য মিটারে, কুলিং ক্যাপাসিটি ওয়াট পার মিনিট, ইভাপোরেটর কুলিং ক্যাপাসিটি ওয়াট পার মিনিট, লাইটিং ওয়াট পার মিনিট, ডিফ্রস্ট ওয়াট পার মিনিট, এন্টি সুইটিং (Sweat) হিটার ওয়াট পার মিনিট, কেল টেম্পারেচার সেলসিয়াস।

 

 

Content added By
Promotion