ড্রয়িং-এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

নির্মাণ কাজে কিংবা স্থাপত্যিক কাজে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এ সকল উপকরণ ড্রয়িং-এ প্ল্যান ( Plan), এলিভেশন (Elevation ) ও সেকশন (Section) ইত্যাদিতে দেখাতে হয়। উপকরণসমূহকে বিস্তারিতভাবে দেখানো সম্ভব নয় বলে এদেরকে বোঝানোর জন্য কিছু প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। প্রতীক বা চিহ্নসমূহ নিম্নরূপ—

Content added By

স্থাপত্যিক ড্রয়িং-এ ব্যবহৃত প্রতীক বা চিহ্ন (Architectural Symbol)

Content added By

সেকশনে ব্যবহৃত বিভিন্ন প্রতীক বা সিম্বল

Content added By

প্লাম্বিং ড্রয়িং-এ ব্যবহৃত প্রতীক বা চিহ্ন (Plumbing Symbol)

চিত্র- ৫.৩.৩: পাইপ লাইনের এলিভেশন এবং পাইপের প্রতীক এর ব্যবহার

চিত্র-৫.৩.৪: বাথরুম বা টয়লেটের গ্লানিং ফিকচার ও ফিটিংস-এর সেকশনাল এলিভেশন এ প্রতীক

Content added By

ইলেকট্রিক সিম্বল

Content added By

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. চারটি স্থাপত্যিক সিম্বল এঁকে নাম লেখ । 

২. চারটি স্ট্রাকচারাল সিম্বল এঁকে নাম লেখ । 

৩. চারটি প্লাম্বিং সিম্বল এঁকে নাম লেখ। 

৪. চারটি ইলেকট্রিক্যাল সিম্বল এঁকে নাম লেখ ৷ 

৫. চারটি স্যানিটারি সুবিধাদির সিম্বল এঁকে নাম লেখ ।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. চারটি দরজার প্ল্যানের ও এলিভেশনের সিম্বল এঁকে নাম লেখ । 

২. চারটি জানালার প্ল্যানের ও এলিভেশনের সিম্বল এঁকে নাম লেখ । 

৩. চারটি কিচেন এ্যাপ্লায়েন্স-এর প্ল্যানের ও এলিভেশনের সিম্বল এঁকে নাম লেখ । 

৪. চারটি টয়লেট বা স্যানিটারি এ্যাপ্লায়েন্স-এর প্ল্যানের ও এলিভেশনের সিম্বল এঁকে নাম লেখ ।

রচনামূলক প্রশ্নঃ

১. ড্রয়িং-এ সিম্বলের প্রয়োজনীয়তা বর্ণনা কর । 

২. একটি ড্রয়িং-এ ১০টি বিভিন্ন প্রকার স্থাপত্যিক সিম্বল-এর প্রয়োগ দেখাও । 

৩. প্ল্যান ও এলিভেশন এ ব্যবহৃত ১০টি বিভিন্ন প্রকার স্ট্রাকচারাল সিম্বল এঁকে নাম লেখ । 

৪. বিভিন্ন প্রকার স্ট্রাকচারাল স্টিলের সিম্বল, সেকশনাল ফর্ম ও নাম লেখ ৷ 

৫. সাধারণ বাড়িতে ব্যবহৃত ১০টি বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল সিম্বল এঁকে নাম লেখা ।

Content added By
Promotion