তাঁত

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

তাঁতের সংজ্ঞা (Definition of Loom) 
টানা ও পড়েন সুতা পরস্পর সমকোণে বন্ধনীর মাধ্যমে কাপড় তৈরি করার জন্য যে মেশিন বা যন্ত্র ব্যবহার করা হয় সে মেশিন বা যন্ত্রকে তাঁত বলে ।

তাঁতের ইতিহাস (History of Loom)

প্রথমে কখন বয়ন শুরু হয়েছিল তার সঠিক দিন তারিখ জানা নেই। ধারণা করা হয় মিশরীয় সভ্যতা বিকাশের মাধ্যমে বয়নের সূত্রপাত হয়েছিল। মিশরে প্রথম নেট আবিষ্কার খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দে। খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দে সিক্ষের প্রচলন ছিল । আদিকালে এদেশে এমনকি উইরোপেও তাঁতিরা দক্তিবিহীন তাঁতে মাকু হাতে ছুড়ে এক অদ্ভুত উপায়ে কাপড় বুনত। সেই সময় ফ্রাই সাটল বা অন্য প্রকারের উন্নত প্রযুক্তির তাঁত এদেশে ছিল না। ১৭৩৩ খ্রিষ্টাব্দে 'জনকি' নামক একজন ইউরোপীয়, দক্তি ও তার দুই পার্শ্বে দুইটি বাক্স প্রস্তুত করেন। তিনি এতে মেড়া বসিয়ে একটি হাতল ও দক্তির সাহায্যে এক বাক্স হতে অন্য বাক্সে খুব দ্রুতবেগে মাকু চলাচলের কৌশল আবিষ্কার করেন । ফলে তাঁতিগণ প্রাচীন তাঁত অপেক্ষা যথেষ্ট দ্রুতগতিতে বুনতে শিখল। ফলে হাতে ঠেলার পরিবর্তে পিকারের ব্যবহার শুরু হলো ।
যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন হয়। মানুষ বৃদ্ধির সাথে সাথে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিল । তাঁতের উৎপাদন বৃদ্ধির জন্য টানা সুতাকে দুই ভাগে ভাগ করে সেড তৈরি করে কাঠির মাধ্যমে পড়েন সুতাকে এক প্রান্ত হতে অন্য প্রান্তে নিক্ষেপ করে কাপড় তৈরি করত। এই পদ্ধতিকে থ্রো সাটেল বলে । তাঁতি গর্তে বসে এই পদ্ধতিতে কাপড় বুনতো বলে এটাকে গর্ত তাঁত বলে । এটাতে তাঁতি মাকুকে হাতের সাহায্যে নিক্ষেপ করত। অতি মিহি কাপড় যেমন মসলিন, জামদানি, বেনারসি ইত্যাদি কাপড় গর্ত তাঁতে তৈরি হতো । বর্তমানেও আমাদের দেশে এবং ভারতে এই তাতে কাপড় বোনা হয়। জনৈক ডেনিশ ভারতের শ্রীরামপুরে এই উন্নত পদ্ধতির একখানা তাঁত নিয়ে আসেন এবং একমাত্র সেই তাঁত অনুকরণ করে শ্রীরামপুরে তন্তুবায়দের মধ্যে সর্ব প্রথম এ তাঁতের প্রচলন হয়। অতপর শ্রীরামপুর হতে ধীরে ধীরে এ তাঁত বাংলার সর্বোত্র বিস্তৃতি লাভ করে যাকে শ্রীরামপুরী ফ্লাই সাটেল তাঁত বা ঠকঠকি তাঁত বলা হয় ।

Content added || updated By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. তাঁত দ্বারা কী করা হয়? 
২. থ্রো সাটেল তাঁত কী? 
৩. রেপিয়ার লুম কোন ধরনের লুম? 
৪. ফ্লাই সাটেল তাঁতের অন্য নাম কী? 
৫. তাঁতের উৎপাদিত দ্রব্যের নাম কী?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. হস্তচালিত তাঁতের শ্রেণি বিভাগ ছক আকারে দেখাও?
২. আধুনিক তাঁতের শ্রেণি বিভাগ কর?
৩. শক্তিচালিত তাঁত ও হস্তচালিত তাঁতের মধ্যে ৬টি পার্থক্য লেখ?
৪. কাপড় তৈরির ৩টি পদ্ধতির নাম লেখ?

রচনামূলক প্রশ্ন 
১। তাঁতের ইতিহাস বর্ণনা কর?
২। কাপড় তৈরির শ্রেণি বিভাগ বিস্তারিত লেখ?
৩ । কনভেনশনাল ও মডার্ণ তাঁতের মধ্যে তুলনা মুলক আলোচনা কর?
৪। অটোমেটিক ও মডার্ণ তাঁতের মধ্যে সুবিধা অসুবিধাগুলো লেখ?

Content added By

আরও দেখুন...

Promotion