তাজবীদ, মাখরাজ, ইদগাম

চতুর্থ শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - কুরআন মজিদ শিক্ষা | NCTB BOOK
1.1k

কুরআন মজিদের ভাষা আরবি। আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। আমরা আরবি হরফের সঠিক উচ্চারণ শিখব। সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করা প্রয়োজন। এতে অর্থ ঠিক থাকে। সালাত শুদ্ধ হয়। আল্লাহ পাক খুশি হন। আর সঠিক উচ্চারণে তিলাওয়াত না করলে অর্থ ঠিক থাকে না। সালাতও শুদ্ধ হয় না। 

কুরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য যে নিয়ম রয়েছে তাকে তাজবীদ বলে। 

মহানবি (স) বলেছেন, “কুরআন মজিদ তিলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য ১০টি সাওয়াব পাওয়া যায়।”

মাখরাজঃ 

আরবি হরফ মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়। যেমন, কণ্ঠনালি, জিহ্বা, তালু, দাঁত ও ঠোঁট।

হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আরবি হরফের মাখরাজ ১৭টি। এ সম্পর্কে আমরা বড় হলে জানতে পারব।

ইদগামঃ 

কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করে পড়াকে ইদগাম বলে। যথা: 

فَهُمْ مُسْلِمُونَ = ফাহুম মুসলিমুন। এখানে মীম হরফটি পরবর্তী মীম-এর সাথে ইদগাম হয়েছে।

مِنْ رَّبِّ = মির রাব্বি। এখানে নূন হরফটি  পরবর্তী রা -এর সাথে ইদগাম হয়েছে।

مِنْ مِثْلِه = মীম মিসলিহী। এখানে নূন হরফটি পরবর্তী মীম-এর সাথে ইদগাম হয়েছে। 

আমরা এখন নিম্নের শব্দগুলো ইদগামসহ পড়ব ।

غَفُورٌ رَّحِيمُ

গাফুরুর রাহীম

مِنْ مَّرْقَدِنَا

মিম মারকাদীনা

مَنْ يَقُولُ

মাইয়াকূলু

وَلَمْ يَكُن لَّهُ

ওয়ালাম ইয়াকুল্লাহ্

إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

ইন কুনতুম মু'মিনীন

مِنْ رِزْقٍ

মিররিকিন

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...