ত্রিপিটক পরিচয়

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - NCTB BOOK

ত্রিপিটক পরিচয়

এ অধ্যায়ে যা আছে-

  • ত্রিপিটক শব্দের অর্থ
  • ত্রিপিটকের পরিচয়
  • সূত্র পিটক
  • বিনয় পিটক
  • অভিধর্ম পিটক।

বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক। চলো 'ত্রিপিটক' শব্দের অর্থ ও ত্রিপিটকের বিভাগ সম্পর্কে দলে আলোচনা করে লিখি:

আজ আমরা বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক সম্পর্কে জানব।

চিত্র-৮: ত্রিপিটক

'ত্রিপিটক' শব্দের অর্থ

'ত্রিপিটক' শব্দটি 'ত্রি' এবং 'পিটক' শব্দ যোগে গঠিত। 'ত্রি' শব্দের অর্থ হলো তিন। অপরদিকে, 'পিটক' শব্দের অর্থ ঝুড়ি, আধার, পাত্র ইত্যাদি। সুতরাং 'ত্রিপিটক' শব্দের অর্থ তিনটি ঝুড়ি বা তিনটি পাত্র বা তিনটি আধার। বুদ্ধের ধর্মোপদেশ তিনটি পিটকে বিভক্ত করে সংরক্ষণ করা হয়েছে। তিনটি পিটক হলো:

১. সূত্র পিটক 

২. বিনয় পিটক 

৩. অভিধর্ম পিটক

এই তিনটি পিটককে একত্রে 'ত্রিপিটক' বলে। গৌতম বুদ্ধ সুদীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচার করেন। ধর্মপ্রচারকালে তিনি যেসব ধর্মোপদেশ দান করেছেন তা ত্রিপিটকে লিপিবদ্ধ আছে। 

অংশগ্রহণমূলক কাজ-৮: জোড়ায় কাজ

কুইজ: টিক (✔) চিহ্ন দিয়ে সঠিক উত্তর বাছাই করি

ক) 'ত্রি' শব্দের অর্থ? তিন/ত্রিশ/তেত্রিশ 

খ) 'পিটক' শব্দের অর্থ? আধার/বন্ধু/বিষয় 

গ) বুদ্ধ কত বছর ধর্মপ্রচার করেন? ৩৫ বছর/৪৫ বছর/৫০ বছর 

ঘ) বুদ্ধের ধর্মোপদেশ লিপিবদ্ধ আছে কোথায়? গীতা/ত্রিপিটক/কোরআন 

ঙ) কোনটি ত্রিপিটকের অন্তর্গত নয়? বিনয় পিটক/অভিধর্ম পিটক/বুদ্ধচরিত

ত্রিপিটকের পরিচয়

সূত্র পিটক

বুদ্ধ সূত্র আকারে অনেক উপদেশ দান করেছেন। সূত্রাকারে দেশিত ধর্মোপদেশগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে সূত্র পিটক বলে। সূত্র পিটক পাঁচটি নিকায় বা ভাগে বিভক্ত। যথা:
১. দীর্ঘ নিকায় 

২. মধ্যম নিকায় 

৩. সংযুক্ত নিকায় 

8. অঙ্গুত্তর নিকায় 

৫. খুদ্দক নিকায়

সূত্র পিটকের পাঁচটি নিকায়ে অনেক গুরুত্বপূর্ণ সূত্র লিপিবদ্ধ আছে। সূত্রগুলো পাঠ করে মানবিক গুণাবলি অর্জন করা যায় এবং আদর্শ জীবন গঠন করা যায়।

অংশগ্রহণমূলক কাজ-৯: একক কাজ

তালিকা তৈরি: সূত্র পিটকের অন্তর্গত পাঁচটি নিকায়ের একটি তালিকা তৈরি করি

তালিকা

১. 

২. 

৩.

.

.

.

বিনয় পিটক

'বিনয়' শব্দের অর্থ নিয়ম, নীতি, শৃঙ্খলা, বিধি-বিধান ইত্যাদি। ভিক্ষু ও ভিক্ষুণী সংঘের সুশৃঙ্খল ও পরিশুদ্ধ জীবন যাপনের জন্য বুদ্ধ অনেকগুলো নিয়ম নির্দেশ করেছেন। সেই নিয়মগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে বিনয় পিটক বলে। বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণী সংঘ বিনয় পিটকে বর্ণিত নিয়ম-নীতি অনুসরণ করে জীবনযাপন করেন। বিনয় পিটকে পাঁচটি গ্রন্থ আছে। গ্রন্থগুলো হলো

১. পারাজিকা 

২. পাচিত্তিয়া 

৩. মহাবর্গ 

8. চূল্লবর্গ 

৫. পরিবার পাঠ

পারাজিকা ও পাচিত্তিয়াকে একত্রে সুত্ত বিভঙ্গ বলে। অপরদিকে মহাবর্গ ও চূল্লবর্গকে একত্রে খন্ধক বলে। সংক্ষেপে বিনয় পিটক সুত্ত বিভঙ্গ, খন্ধক ও পরিবার পাঠ- এ তিন ভাগে বিভক্ত।

অংশগ্রহণমূলক কাজ-১০: একক কাজ

ধারণা চিত্র: সঠিক শব্দ দিয়ে খালিঘর পূরণ করি