দশমঃ পাঠঃ হিতোপদেশঃ

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - সংস্কৃত - প্রথম ভাগঃ তৃতীয়ঃ | | NCTB BOOK
14
14

অস্তি মন্দরনাগ্নি পর্বতে দুর্দাঙো নাম সিংহা স চ সর্বদা পশূনাং বধং কুর্বনাস্তে। ততঃ সর্বৈঃ পশুভিমিলিতা স সিংহো বিজ্ঞন্তঃ মৃগেন্দ্র, কিমর্থমেকদা বহুপশুঘাতঃ ক্রিয়তে। যদি প্রসাদো ভবতি তদা বয়মেব ভবদাহারার্থং প্রতাহমেকৈকং পশুমুপটৌকয়ামঃ স্ততা সিংহেনোক্রম্- যদোরমতিমতং ভৰতাং, ভাই ভবত্‌ তৎ। ততঃ প্রভৃতোকৈকং পশুমুপকল্পিতং ভক্ষান্নাস্তে। অর্থ কদাচিৎশশকস্য কস্যচিম্বারঃ সমায়াতঃ।

ব্রাসতোধিনীতিসহ ক্রিয়তে জীবিতাশয়া।

পঞ্চত্বং চেদ গমিষ্যামি কিং সিংহানুনয়েন যে।

তন্মন্দং মন্দং গচ্ছামি। ততঃ সিংহোঽপি ক্ষুধাপীড়িতঃ কোপান্তমুবাচ - "কুসত্বং বিলম্বাবাদ গতোঽসি?”

শশকোহব্রবীৎ— “দেব, নাহমপরাধী। আগচ্ছন পথি সিংহান্তরেণ বলাবৃতঃ। তস্যাগ্রে পুনরাগমনায় শপথং

কৃত্বা স্বামিনং নিবেদয়িতুমত্রাণতোহস্মি ।"

সিংহঃ সকোপমাহ-- "সত্ত্বরং গড়া দুরাত্মানং দর্শয় কৃ স দুরাত্মা তিষ্ঠতি। " তা শশকতং গৃহীত্বা গভীরকূপং দর্শয়িতুং গতঃ। তত্রাগত্য “স্বয়মেব পশ্যতু স্বামী” ইত্যুত্ত্বা তস্মিন্‌ কূপজলে তস্য সিংহস্যৈব প্রতিবিম্বং দর্শিতবান্। ততোহসৌ ক্রোধাৎ ভস্যোপর্যাত্মানং নিক্ষিপ্য পঞ্চত্য গতঃ। অতোহহং ব্রবীমি।

বুদ্ধির্যস্য বলং তস্য নির্বুদ্ধেস্তু কুতো বলম্।

পশ্য সিংহো মদোন্মত্তঃ শশকেন নিপাতিতঃ।।

ভূমিকা

দৈহিক বল অপেক্ষা বুদ্ধিবল অনেক বেশি কার্যকর। শারীরিক শক্তি দ্বারা যে কাজ সম্পন্ন হয় না, বুদ্ধিবলে তা অনায়াসে সম্পন্ন হতে পারে। শশকের শারীরিক শক্তি সিংহ অপেক্ষা অনেক কম, কিন্তু বুদ্ধি অনেক বেশি। তাই শশক বুদ্ধির দ্বারা পরাক্রমশালী সিংহকে হত্যা করতে সক্ষম হয়েছে।

শব্দার্থ মিলিতা— মিলিত হয়ে। ভবদাহারার্থ আপনার আহারের জন্য। উপঢৌকয়ামঃ- পুরস্কার দেব। কোপাৎ- ক্রোধবশত। নিবেদয়িত্বম জানাতে। নিক্ষিপ্য- নিক্ষেপ করে।

সন্ধিবিচ্ছেদ কুর্বনাস্তে = কুর্বন্ + আস্তে। প্রতাহমেকৈক প্রতি + অহম্ + এক + একম্। =

ভক্ষান্নাস্তে = ভক্ষয়ন্ + আস্তে। পুনরাগমনায় = পুনঃ + আগমনায়। কারণসহ বিভক্তি নির্ণয় : পর্বতে অধিকরণে ৭মী। জীবিতাশয়া - হেতুর্থে ওয়া আগমনায় - তাদর্ঘ্যে ৪র্থী। সকোপম্ – ক্রিয়া বিশেষণে ২য়া। কূপজলে - অধিকরণে ৭মী। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় মৃগেন্দ্রঃ- মৃগাণাম্‌ ইন্দ্রঃ (৬ষ্ঠী তৎপুরুষঃ)। প্রত্যহম্ - অহনি অহনি (অব্যয়ীভাবঃ)। সকোপম্ কোপেনসহ বর্তমানং যথা স্যাৎ তথা (বহুব্রীহিঃ)।

ব্যুৎপত্তি নির্ণয়। ক্রিয়তে = √কৃ + কর্মণি য + ল তে আগতঃ = আ বর্গম্ + ক্ত। দর্শয় = √দৃশ + ণিচ্‌ + লোট হি। নিক্ষিপ্য = নি - + লা

Content added By
Promotion