দুটি কোণ ও একটি বাহু দেয়া থাকলে ত্রিভুজটি আঁকতে হবে
এসএসসি(ভোকেশনাল) -
আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ -
প্রথম পত্র (নবম শ্রেণি) |
| NCTB BOOK
যে কোনো বাহু a এবং ও p দুটি কোণ দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে।
যে কোনো একটি সরল রেখা Ax থেকে ৪ বাহুর সমান করে AB কেটে নিতে হবে
AB রেখার A বিন্দুতে কোণ 0 এর সমান কোণ অঙ্কনের জন্য 0 বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিরে 1-2 একটি বৃাপ অঙ্কন করতে হবে। একই ব্যাসার্ধ নিয়ে A বিন্দুতে 1-2 একটি বৃত্তচাপ অক্ষন করতে হবে।
এবার কোণ o এর 1 বিন্দুতে 1-2 সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। একই ব্যাসার্ধ নিয়ে AB রেখার 1 বিন্দুতে বৃত্তচাপ অঙ্কন করতে হবে
A বিন্দু থেকে বৃত্তচাপদ্বয়ের ছেদবিন্দু 2 তে সরলরেখা দিয়ে যোগ করে Y পর্যন্ত বর্ধিত করতে হবে।
অনুরূপ AB রেখার B বিন্দুতে কোণ p এর সমান কোণ অঙ্কন করতে হবে যা AY রেখাকে C বিন্দুতে ছেদ করবে।
ABC নির্নয়ে ত্রিভূজ ।
চিত্র: দুটি কোণ ও একটি বাহু দেয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন