নমুনা প্রশ্ন

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - | NCTB BOOK

অধ্যায় ১: আমাদের মুক্তিযুদ্ধ

 

অল্প কথায় উত্তর দাও : 

১। এমন পাঁচটি ঘটনার কথা লেখ যা মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেখেছিল। 

২। আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল? 

৩। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীর উপাধিগুলো কী কী? 

 

প্রশ্নগুলোর উত্তর দাও : 

১। মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল? 

২। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? 

৩। আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি? 

 

অধ্যায় ২: ব্রিটিশ শাসন 

 

অল্প কথার উত্তর দাও : 

১। সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ লেখ। 

২। ব্রিটিশ শাসনের দুইটি ভালো ও দুইটি খারাপ দিক উল্লেখ কর। 

৩। বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন? 

 

প্রশ্নগুলোর উত্তর দাও : 

১। পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখ। 

২। সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল? 

৩। সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন? 

 

অধ্যায় ৩: বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন 

 

অল্প কথার উত্তর দাও :

১। দুইটি প্রাচীন নিদর্শনের নাম লেখ। 

২। অষ্টম শতকে কোন ধৰ্ম পালিত হতো? 

৩। প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? 

 

প্রশ্নগুলোর উত্তর দাও : 

১। ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? 

২। ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লেখ । 

৩। ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন?

 

অধ্যায় ৪: আমাদের অর্থনীতি: কৃষি ও শিল্প

 

অল্প কথায় উত্তর দাও : 

১। আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লেখ। 

২। বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখ 

৩। বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখ। 

 

প্রশ্নগুলোর উত্তর দাও :

১। বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কীভাবে সহায়তা করে। 

২। আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা কর । 

৩। বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী? 

 

অধ্যায় ৫: জনসংখ্যা 

 

অল্প কথার উত্তর দাও : 

১। পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর। 

২। সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রস্তাব উল্লেখ কর। 

৩। জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখ।

 

প্রশ্নগুলোর উত্তর দাও :

১। অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে? 

২। শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি। 

৩। কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?

 

অধ্যায় ৬: জলবায়ু ও দুর্যোগ

 

অল্প কথার উত্তর দাও : 

১। দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ কর। 

২। দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ উল্লেখ কর। 

৩। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ কর।

 

প্রশ্নগুলোর উত্তর দাও : 

১। বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদীভাঙ্গনের প্রবণতা রয়েছে। কেন? 

২। বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয়? 

৩। বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্পপ্রবণ?

 

অধ্যায় ৭: মানবাধিকার

 

 অল্প কথার উত্তর দাও : 

১। অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ। 

২। শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও । 

৩। নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও । 

 

প্রশ্নগুলোর উত্তর দাও : 

১। কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে? কখন? 

২। শিশুশ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হয়? 

৩। মানব পাচার বলতে কী বোঝায়?

 

অধ্যায় ৮: নারী-পুরুষ

 

অল্প কথায় উত্তর দাও : 

১। নারী নির্বাচনের দুটি কারণ উল্লেখ কর। 

২। নারী নির্যাতনের দুটি কুফল উল্লেখ কর। 

৩। বেগম রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য লেখ। 

 

প্রশ্নগুলোর উত্তর দাও : 

১। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীর অনুপাত কত? 

২। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্র-ছাত্রীর অনুপাত কত? 

৩। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কী?

 

অধ্যায় ৯: আমাদের দায়িত্ব ও কর্তব্য 

 

অল্প কথায় উত্তর দাও : 

১। সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ কর। 

২। রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ কর। 

৩। প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরগ্রামের নাম লেখ। 

 

প্রশ্নগুলোর উত্তর দাও : 

১। অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে? 

২। বাড়িতে কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে? 

৩। রাস্তায় কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?

 

অধ্যায় ১০: গণতান্ত্রিক মনোভাব

 

অল্প কথায় উত্তর দাও : 

১। বিদ্যালয়ে এমন দুইটি কাজের কথা উল্লেখ কর যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

২। বাড়িতে এমন দুইটি কাজের কথা উল্লেখ কর যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

৩। বিদ্যালরে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের চারটি ধাপ উল্লেখ কর। 

 

প্রশ্নগুলোর উত্তর দাও :

১। মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিভার কীভাবে অর্জিত হরেছিলা 

২। কর্মক্ষেত্রে কীভাবে গণতন্ত্রের চর্চা করা যায়? 

৩। তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন?

 

অধ্যায় ১১: বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

 

অল্প কথায় উত্তর দাও : 

১। পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পোশাকের উদাহরণ দাও । 

২। পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসবের উদাহরণ দাও। 

৩। পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খাদ্যের উদাহরণ দাও। 

 

প্রশ্নগুলোর উত্তর দাও:

১। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি আমরা কীভাবে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করতে পারি? 

২। তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম সম্পর্কে লেখ। 

৩। কোনো একজন মানুষ যে ভিন্ন গোষ্ঠীর তা তুমি কীভাবে বুঝবে?

 

অধ্যায় ১২ : বাংলাদেশ ও বিশ্ব

 

অল্প কথায় উত্তর দাও: 

১। জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লেখ । 

২। জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখ । 

৩। সার্কের চারটি উদ্দেশ্য লেখ। 

 

প্রশ্নগুলোর উত্তর দাও : 

১। জাতিসং কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 

২। ইউনিসেফের করেকটি কাজ বর্ণনা কর। 

৩। বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি ছোট দেশ সম্পর্কে দেখ।

Content added || updated By
Promotion