নাট, বোল্ট ও ওয়াশার এর ব্যবহার ও প্রকারভেদ

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

নাট, বোল্ট ও ওয়াশার রয়েছে ব্যপক ব্যবহার নিচে এদের ব্যবহার ও প্রকারভেদ নিয়ে আলোচনা করা হল-

বোল্ট (Bolt):

বোল্ট দেখতে সিলিন্ডারের মতো। এর এক মাথায় হেড এবং অপর মাথায় থ্রেড করা থাকে। একটি যন্ত্র অনেকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। যন্ত্রাংশগুলোকে একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য বোষ্ট ও নাট ব্যবহার করা হয়। যন্ত্র ছাড়াও ইস্পাতের বিভিন্ন অবকাঠামো যেমন- ব্রিজ, টাওয়ার, শেড, বিল্ডিং ইত্যাদি নির্মাণে নাট বোল্ট ব্যবহার করা হয়ে থাকে।

চিত্রে একটি হেক্সাসাগোনাল বোল্ট-এর বিভিন্ন অংশ দেখানো হয়েছে। হেডের গঠনের উপর ভিত্তি করে বোল্টকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছেযা পরবর্তি অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে।

বোল্টের প্রকারভেদ(Type Bolt):

বোল্ট বিভিন্ন প্রকারের হয়, তার মধ্যে সচরাচর ব্যবহৃত বোল্ট সমূহের প্রকারভেদ তুলে ধরা হল- 

১. হেক্সাগোনাল বোল্ট

২. স্কয়ার বোল্ট 

৩. টি-হ্যাভ বোস্ট 

৪. কাপ হ্যাড বোল্ট 

৫. চ্যাস হ্যাড বোল্ট 

৬. কাউন্টার সেল্ফ হেড বোল্ট 

৭. আইহ্যাড বোল্ট 

৮. হুহ্যাড বোস্ট 

৯. হ্যাডলেস বোল্ট 

১০. হ্যাডলেস টেপার বোল্ট 

১১. চিজ হেডেড বোল্ট 

১২. এল- সেপ এন্কর বোষ্ট 

১৩. টেনশন বোল্ট 

১৪. ক্যারেজ বোল্ট 

১৫. ফ্রাঞ্জ বোল্ট

 

হেক্সাগোনাল হেডেড বোল্টের বিভিন্ন ভিউ(Different view of Hexagonal Headed Bolt):

স্কয়ার হেডেড বোল্টের বিভিন্ন ভিউ (Different view of Square Headed Bolt): 

 

 

Content added By

আরও দেখুন...

Promotion