নারায়ণগঞ্জ জেলা

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
28
28

বিশ্ব ধর্মের দেবতা নারায়ণ ঠাকুরের নামানুসারে নারায়ণগঞ্জ নামকরণ করা হয় এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর- নারায়ণগঞ্জ। পৃথিবীর বৃহত্তম পাটকল “ আদমজি” পাটকল নারায়ণগঞ্জে যা প্রতিষ্ঠিত হয় ১৯৫১ সালে এবং বন্ধ হয় ২০০২ সালের ৩০ জুন।

জেনে নিই

  • লোকশিল্প যাদুঘর (সোনারগাও) মোঘল আমলে বাংলার রাজধানী ছিল ।
  • বাংলার রাজধানী সোনারগাঁয়ে স্থাপন করেন- ঈসা খাঁ ।
  • সোনারগাও থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিখ্যাত রোডের নাম- গ্রান্ড টাঙ্ক রোড (নির্মাতা শেরশাহ)।
  • বাংলার তাজমহল নামে খ্যাত- সোনারগাও।
  • বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ১৩৪৫ সালে সোনারগাঁ ভ্রমণ করেন ।
  • বসুন্ধরা কাগজ কল-নারায়ণগঞ্জে (কাঁচামাল আমদানিকৃত মন্ড)।
  • আনন্দ শিপইয়র্ড লিমিটেড- নারায়ণগঞ্জে
  • বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজটির নাম “স্টেলা মেরিস”। নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড
  • বাংলাদেশের প্রথম ট্যানারি স্থাপন করা হয়- নারায়ণগঞ্জে (১৯৫০ সালে)।
  • সোনার গাঁয়ের ঐতিহাসিক স্থান: পানাম নগর, সোনাবিবির মাজার, বিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের মাজার, ঈসা খাঁর স্মৃতি বিজড়িত লোক ও কারুশিল্প যাদুঘর, গ্রান্ড টাঙ্ক রোড
  • বিখ্যাত ব্যক্তিত্ব: জ্যোতিবসু (পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী), কে. এম শফিউল্লাহ ।
Content added By
Promotion