এসএসসি(ভোকেশনাল) -
আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ -
প্রথম পত্র (নবম শ্রেণি) |
| NCTB BOOK
পঞ্চভুজটির ভূমি a দেয়া আছে, সুষম পঞ্চভুজটি আঁকতে হবে।
যে কোনো একটি সরল রেখা থেকে ও বাহু সমান করে AB কেটে নিতে হবে।
AB রেখার B বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে
লম্ব রেখাটি থেকে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে Bp কেটে নিজে হবে।
এবার AB রেখাকে সমদ্বিখণ্ডিত করে মধ্যবিন্দু থেকে p যোগ করতে হবে।
এখন op সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যা AB রেখার বর্ধিত অংশে বিন্দুতে ছেদ করবে ।
আবার Ag বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে A ও B বিন্দু থেকে একই দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যা D বিন্দুতে ছেদ করবে।
এখন A,B, বিন্দুসমূহ থেকে AB রেখার সমান ব্যাসার্ধ নিয়ে D বিন্দুর দিকে দুটি বৃত্তচাপ এবং D বিন্দু থেকে AB রেখার দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যা E এবং C বিন্দুতে ছেদ করবে।
AE, ED, DC, CB সরল রেখা দিয়ে যোগ করলে ABCDE নির্ণয়ে সুষম পঞ্চভূজ অঙ্কিত হবে।
চিত্র: নির্দিষ্ট সরলরেখাকে ভূমিরূপে সুষম পঞ্চভূজ অঙ্কন