পবিত্র বাইবেলের বাণী

নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ১ | | NCTB BOOK
13
13

উপহার ১৩-১৪

পবিত্র বাইবেলের বাণী

শিক্ষককে শুভেচ্ছা জ্ঞাপন করো। শিক্ষকের পরিচালনায় তুমি অথবা তোমার কোনো সহপাঠী ঈশ্বরের প্রতি ধন্যবাদমূলক প্রার্থনা করতে পারো।

প্রিয় শিক্ষার্থী, তুমি জানো যে ইস্রায়েল জাতিকে মিশরীয়দের দাসত্ব থেকে ঈশ্বর রক্ষা করেছিলেন। মোশি ঈশ্বরের মনোনীত ব্যক্তি হিসেবে তাদের দিক-নির্দেশনা দিয়ে পরিচালিত করেছিলেন। লোহিত সাগর পাড়ি দিয়ে তারা সিনাই পর্বতের কাছে পৌঁছলেন। তখন ঈশ্বর মোশিকে পর্বতের উপরে ডেকে নিলেন এবং তাঁর কাছে দশটি আজ্ঞা দিলেন। ঈশ্বর বললেন যে, এ দশ আজ্ঞা ইস্রায়েল জাতিকে মেনে চলতে হবে। চলো দেখি, বাইবেলে এ বিষয়ে কী লেখা আছে।

 

মোশির হাতে ঈশ্বরের দশ আজ্ঞা

যাত্রা ২০:১-১৭

 

এর পর ঈশ্বর বললেন, "হে ইস্রায়েলীয়েরা, আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। মিসর দেশের গোলামী থেকে আমিই তোমাদের বের করে এনেছি।

"আমার জায়গায় কোন দেবতাকে দাঁড় করাবে না।

"পূজার উদ্দেশ্যে তোমরা কোন মূর্তি তৈরি করবে না, তা আকাশের কোন কিছুর মত হোক বা মাটির উপরকার কোন কিছুর মত হোক কিম্বা জলের মধ্যেকার কোন কিছুর মত হোক।

তোমরা তাদের পূজাও করবে না, তাদের সেবাও করবে না, কারণ কেবলমাত্র আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। আমার পাওনা ভক্তি আমি চাই। যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের শাস্তি আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি। কিন্তু যারা আমাকে ভালবাসে এবং আমার সব আদেশ পালন করে, হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার বুক ভরা দয়া থাকবে।

"কোন বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না। যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দেবেন।

"বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। সপ্তার ছয়দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ করবে, কিন্তু সপ্তম দিনটা হলো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন। সেইদিন তোমরা, তোমাদের ছেলেমেয়ে, তোমাদের দাস-দাসী, তোমাদের পশু বা তোমাদের শহর ও গ্রামে বাস-করা অন্য জাতির লোক, মোট কথা, কারও কোন কাজ করা চলবে না। সদাপ্রভু ছয় দিনে মহাকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেগুলোর মধ্যেকার সব কিছু তৈরি করেছিলেন, কিন্তু সপ্তম দিনে সেই কাজ আর করেন নি। সেইজন্য তিনি এই বিশ্রাম দিনটাকে আশীর্বাদ করে তাঁর নিজের জন্য আলাদা করেছিলেন।

"তোমাদের মা-বাবাকে সম্মান করে চলবে।

তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে।

"খুন কোরো না।

"ব্যভিচার কোরো না।

"চুরি কোরো না।

"কারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।

"অন্যের ঘর-দুয়ার, স্ত্রী, দাস-দাসী, গরু-গাধা কিম্বা আর কিছুর উপর লোভ কোরো না।"

 

 

ঈশ্বর নিজ হাতে পাথরের ফলকে দশ আজ্ঞা লিখে দিলেন

 

দ্বিতীয় বিবরণ ৫: ২২ পদ

"সেই পর্বতের উপর আগুন, মেঘ ও গাঢ় অন্ধকারের মধ্য থেকে সদাপ্রভু এই আদেশগুলোই তোমাদের সকলের কাছে জোরে ঘোষণা করেছিলেন। এ ছাড়া তিনি তোমাদের কাছে আর কিছু বলেননি। পরে তিনি সেগুলো দুটি পাথরের ফলকের উপর লিখে আমার কাছে দিয়েছিলেন।"

পরবর্তী পৃষ্ঠার ছবিটি লক্ষ করো।

 

 

সহজ করে বলি

 

আমাদের জীবন যাপন সুন্দর ও পবিত্র করার জন্য আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। দশ আজ্ঞা হলো ঈশ্বর প্রদত্ত মৌলিক বিধিবিধান যা আমাদের নির্দেশ দেয় আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয়। মোশির হাতে দুটি ফলক ছিল। একটি ফলকে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক সংক্রান্ত কিছু আজ্ঞা এবং অন্যটিতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সংক্রান্ত অবশিষ্ট আজ্ঞাগুলো রয়েছে। আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে এবং কেবল তাঁরই সেবা করবে, প্রতিমা পূজা করবে না, অনর্থক ঈশ্বরের নাম নিবে না এবং রবিবার দিন বিশ্রাম করে তা শুদ্ধভাবে পালন করবে- এ আজ্ঞাগুলো আমাদের ঈশ্বরের প্রতি পালন করতে হবে। পিতামাতাকে সম্মান করবে, নরহত্যা করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, পরদ্রব্যে এবং পরস্বামী/স্ত্রীতে লোভ করবে না- এ আজ্ঞাগুলো মানুষের প্রতি মানুষের করণীয় দায়িত্ব নির্দেশ করে।। দশ আজ্ঞা আদর্শ খ্রীষ্টীয় জীবন যাপনের জন্য মৌলিক নির্দেশনা। এই আজ্ঞাগুলো আমাদের এই পৃথিবীতে জীবন, চরিত্র, সম্পত্তি রক্ষা এবং ঈশ্বরের সন্তান হিসেবে বাধ্য জীবন যাপনের জন্য। এ আজ্ঞাগুলো মেনে চলার ক্ষেত্রে আমরা অবিচল থাকব।

 

চলো ভিডিও দেখি

 

বাইবেল পাঠের পর সিনাই পর্বতে মোশির কাছে দশ আজ্ঞা দেয়ার ঘটনাটি শিক্ষক তোমাদের ভিডিওতে দেখানোর ব্যবস্থা করবেন। এখানে লিংক দেওয়া হলো। তুমি ইচ্ছে করলে বাড়িতে ইউটিউবে দেখতে পারবে।

 

Moses and the ten commandments:

https://youtube.com/watch?v=yHKFvxgQOFI&FEATURE=share

ভিডিওটির কথোপকথন সহজ ইংরেজিতে করা হয়েছে। তাই তোমার বুঝতে সমস্যা হবে না। প্রয়োজনে বড়োদের সাহায্য নিতে পারো।

ভিডিও দেখা ও শোনার ক্ষেত্রে যে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ আছে তাদেরকে শিক্ষক অবশ্যই সাহায্য করবেন। তুমিও তোমার সহপাঠীকে প্রয়োজনে সাহায্য করবে।

আমরা দশ আজ্ঞা মনে রাখব এবং এগুলো পালনের মাধ্যমে পবিত্রভাবে জীবনযাপন করব। নিচে বাইবেলে লেখা আজ্ঞাগুলো ১ থেকে ১০ ক্রমিক নং দিয়ে (মণ্ডলী নির্দেশিত) দেওয়া হলো।

ক্যাথলিক মন্ডলীর বিশ্বাস অনুযায়ী

প্রটেস্ট্যান্ট মন্ডলীর বিশ্বাস অনুযায়ী

১. তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে ও কেবল তাঁরই সেবা করবে।১. আমা বিনা আর কাহাকেও ঈশ্বর বলিয়া মান্য করিও না।
২. ঈশ্বরের নাম অনর্থক নিবে না।২. প্রতিমা পূজা করিও না।
৩. বিশ্রামবারে (রবিবারে) বিশ্রাম করে তা শুদ্ধভাবে পালন করবে।৩. তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক মুখে লইও না।
৪. পিতামাতাকে সম্মান করবে।৪. বিশ্রামবার পবিত্রভাবে পালন করিও।
৫. নরহত্যা করবে না।৫. পিতামাতাকে সমাদর করিও।
৬. ব্যভিচার করবে না।৬. নরহত্যা করিও না।
৭. চুরি করবে না।৭. ব্যভিচার করিও না।
৮. মিথ্যা সাক্ষ্য দেবে না।৮. চুরি করিও না।
৯. পরস্বামী/স্ত্রীতে লোভ করবে না।৯. তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
১০. পরদ্রব্যে লোভ করবে না।১০. তোমার প্রতিবেশীর কোন বস্তুতে লোভ করিও না।

 

দলগত কাজ

'কর্তব্য' এবং 'নিষেধাজ্ঞা' বিষয় পৃথকীকরণ

দশ আজ্ঞাগুলোয় কিছু কর্তব্য এবং কিছু নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।

এবার তোমার শিক্ষক তোমাকে উপরে প্রদত্ত দশ আজ্ঞার তালিকা হতে 'কর্তব্য' এবং 'নিষেধাজ্ঞা' বিষয়গুলো পৃথক করতে বলবেন।

শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা ৩-৪ জন করে কয়েকটি দলে বিভক্ত হও এবং আলোচনার মাধ্যমে নিচের ছকে কাজ করো এবং শ্রেণিকক্ষে উপস্থাপন করো।

কর্তব্য

নিষেধাজ্ঞা

১. তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে এবং তাঁরই সেবা করবে১. ঈশ্বরের নাম অনর্থক নিবে না
২.২.
৩.৩.
  
  

পবিত্র জীবন যাপনের জন্য দশ আজ্ঞা ঈশ্বর প্রদত্ত নির্দেশনা। যীশুখ্রীষ্ট এ দশটি আজ্ঞা পূর্ণভাবে সমর্থন করেছেন। চলো দেখি, পবিত্র বাইবেলে যীশু এ বিষয়ে কী বলেছেন।

 

যীশুর প্রধান দুটি আজ্ঞা

লুক ১০: ২৫-২৮ পদ

একবার একজন ধর্ম-শিক্ষক যীশুর কাছে আসলেন। যীশুকে পরীক্ষা করার জন্য সেই শিক্ষক বললেন, "গুরু, কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারব?"

যীশু তাকে বললেন, "মোশির আইন-কানুনে কি লেখা আছে? সেখানে কি পড়েছেন?"

সেই ধর্ম-শিক্ষক যীশুকে উত্তর দিলেন, "তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালবাসবে: আর তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।"

যীশু তাকে বললেন, "আপনি ঠিক উত্তর দিয়েছেন। যদি আপনি তা করতে থাকেন তবে জীবন পাবেন।"

 

সহজ করে বলি

সেই ধর্মশিক্ষক জানতেন যে, ঈশ্বর প্রদত্ত দশ আজ্ঞা পালন না করে অনন্ত জীবন লাভ করা যায় না। সে যীশুকে যাচাই করার জন্য প্রশ্ন করেছিল কারণ সে দেখতে চেয়েছিল যীশু দশ আজ্ঞার পক্ষে নাকি বিপক্ষে। যীশু যে উত্তর দিয়েছিলেন তা থেকে আমরা বুঝতে পারি যে তিনি মোশির বিধান লোপ করতে আসেননি বরং তিনি একে পূর্ণতা দান করতে এসেছেন। তিনি ঐ ধর্মশিক্ষককে বলেছেন সে যেন দশ আজ্ঞা মেনে চলে। আর দশ আজ্ঞার মূল বিষয় হচ্ছে-তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। দশ আজ্ঞার উপর ভিত্তি করে যীশুখ্রীষ্ট প্রধান দুটি আজ্ঞা দিয়েছেন।

 

 

চলো ভিডিও দেখি

ধর্মশিক্ষক ও যীশুর মধ্যে কথোপকথন- এ ঘটনাটি শিক্ষক তোমাদের ভিডিও-'র মাধ্যমে দেখাবেন। এখানে ভিডিও লিংক দেয়া হলো যেন তুমি নিজেও ইউটিউবে দেখতে পারো।

The Good Samaritan (Luke 10:25-37)

http://youtube.com/watch?v=osfQg4yKtq8&feature=share

শিক্ষকের সঙ্গে তুমিও তোমার সহপাঠীদের সাহায্য করতে পারো যাদের ভিডিও দেখা বা শোনার ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে।

ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষককে বিদায় জানাও।

Content added || updated By
Promotion