পরিপক্ক পুরুষ গলদা চিংড়ি পর্যবেক্ষণ

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা পোশাক পরিধান করা।
  • কাজের উপযুক্ত স্থান ও কর্মপরিবেশ তৈরি করা।
  • কাজের জন্য উপযুক্ত উপকরণ নির্বাচন ও সংগ্রহ করা ।
  • যথাযথ ভাবে পুরুষ গলদা চিংড়ি পর্যবেক্ষণ করা।
  • কাজ শেষে নিয়ম অনুযায়ি জায়গা পরিষ্কার করা।
  • কাজ শেষে ব্যবহৃত উপকরণসমূহ যথাযথ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা ।
  • অব্যবহৃত মালামাল উপযুক্ত স্থানে সংরক্ষণ করা। 
  • কাজ শেষে সুরক্ষা পোশাক ও উপকরণ সমূহ চেকলিষ্ট অনুযায়ী জমা দেওয়া।

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

০১. মাক্ষ
০২. গ্লাভস্
০৩. স্যানিটাইজার
০৪. অ্যাপ্রন

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুপমেন্টস, মেশিন)

০১. ডিসেক্টিং বক্স
০২. ওয়াক্স টে
০৩. স্পেসিমেন জার

(গ) প্রয়োজনীয় মালামাল

০১. স্কুপ নেট/ঝাঁকি জাল
০২. স্বচ্ছ পানি সহ গামলা
০৩. পেন্সিল
০৪. রাবার
০৫. খাতা

(ঘ) কাজের ধারা

১. নিকটবর্তী কোনো হ্যাচারি বা গলদা চিংড়ির খামারে গমন করো।

২. হ্যাচারির ব্রুড ট্যাংক থেকে স্কুপ নেট দিয়ে গলদা চিংড়ি সংগ্রহ করো।

৩. ধৃত চিংড়ি গামলার পরিষ্কার পানিতে রাখো।

৪. গামলা থেকে স্ত্রী চিংড়িগুলো সরিয়ে ফেলো।

৫, পুরুষ চিংড়ি সাবধানে ট্রেতে রাখো।

৬. পুরুষ চিংড়ি সাবধানে পর্যবেক্ষণ করো।

৭. চিংড়ির দেহের বিভিন্ন অংশের পর্যবেক্ষণ করো।

৮. অনুশীলনকৃত কার্যক্রমটি ধারাবাহিকভাবে ব্যবহারিক খাতায় লিপিবদ্ধ করো।

কাজের সতর্কতা:

পুরুষ গলদা চিংড়ি খুব সাবধানে নড়াচড়া করতে হবে।

আত্মপ্রতিফলন:

ডিমওয়ালা গলদা চিংড়ি পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জিত হয়েছে / হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added By
Promotion