পাওয়ারলুম-এর পিকিং

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

পিকিং বা পিকিং- মোশন লুমের গতির প্রাইমারি দ্বিতীয় পর্যায়ের গতি। টানা সুতা দুইভাগে বিভক্ত হয়ে শাটল চলাচলের রাস্তা তৈরি করার জন্য সেড গঠনের মাধ্যমে পড়েন সুতাকে কাপড়ের প্রস্থ বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিয়ে যাবার পর পড়েন সুতাকে ফেল অব দ্যা ক্লথের পৃষ্ঠে বিটিং মোশন লাগিয়ে দিয়ে কাপড় তৈরি করায় সাহায্য করে।

আধুনিক লুমসমূহে কোন শাটল ব্যবহার করা হয় না। কিন্তু কনভেনশনাল ও অটোমেটিক লুমে পড়েন সুতা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়ার জন্য শাটেল ব্যবহার করা হয়। পিকিং কার্য সমাধা করার জন্য শাটল, পিকার, পিকিং আর্ম ইত্যাদির সাহায্য নেওয়া হয়।

পিকিং এর সংজ্ঞা (Definition of Picking)- 
ট্যাপেট, ডবি, জ্যাকার্ড বা অন্য কোন পদ্ধতিতে ঝাপকে উঠানো নামানোর মাধ্যমে টানা সুতার সেড তৈরি করে মাকু বা অন্য কোন মাধ্যমে পড়েন সুতাকে সেডের মধ্য দিয়ে তাঁতের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়াকে পিকিং বা মাকু মাড়া বলে ।

পিকিং এর শ্রেণি বিভাগ (Classification of Picking ) - 
পিকিং ম্যাকানিজম প্রধানত দুই প্রকার । 
১। ট্যাপেট এন্ড কোন পিকিং ম্যাকানিজম 
২। বৌল এন্ড শো পিকিং ম্যাকানিজম

১। ট্যাপেট এন্ড কোন পিকিং ম্যাকানিজম- 
এটা দুই প্রকার । 
ক) কোন আন্ডার পিকিং ম্যাকানিজম । 
খ) কোন ওভার পিকিং ম্যাকানিজম।

২। বৌল এন্ড শো পিকিং ম্যাকানিজম- 
এটা দুই প্রকার । 
ক) সাইড শ্যাফট পিকিং ম্যাকানিজম। 
খ) সাইড লিভার পিকিং ম্যাকানিজম ।

পিকিং ম্যাকানিজমের কাজ- 
১. মাকু বা পড়েন বহনকারী অংশকে সঠিক দূরত্বে চালনা করা। 
২. মাকু বা পড়েন বহনকারী অন্য বস্তুকে পূর্ব নির্ধারিত এবং সম গতিতে নিক্ষেপ করা । 
৩. সেডিং ম্যাকানিজম দ্বারা গঠিত ওপেন সেডের মধ্য দিয়ে পড়েন সুতাসহ মাকু এক মাকু বাক্স হতে অন্য মাকু বাক্সে যাতায়াতের জন্য মাকুকে নিক্ষেপ করা।

ওভার পিকিং ও আন্ডার পিকিং এর সংজ্ঞা- 
পিকিং এ্যারেঞ্জমেন্ট (Picking arrangement) মাকু বক্সের লেভেলের উপর থেকে যে পিকিং সম্পন্ন হয় তাকে ওভার পিকিং বলে । হালকা কাপড় তৈরিতে ও দ্রুত গতি সম্পন্ন তাতে ওভার পিকিং ম্যাকানিজম ব্যবহার করা হয় ।

এ পদ্ধতিতে পিকার সরাসরি পিকিং স্টিক এর সাথে যুক্ত থাকে না। একটা চামড়ার ফালি বা বেক্ট দ্বারা গিকারটি পিকিং আর্ম বা স্টিক এর সাথে বাঁধা থাকে।

পিকিং এ্যারেঞ্জমেন্ট অর্থাৎ পিকিং স্টিক পিকার প্রভৃতি মাকু বক্সের নিচে থেকে যে পিকিং সম্পন্ন হয় তাকে আভার পিকিং বলে । এখানে পিকারটি সরাসরি পিকিং স্টিকের সাথে বাঁধা থাকে। মধ্যম ও ভারী কাপড় যেমন- সিঙ্ক বুননে এ ধরনের পিকিং ব্যবহার করা হয়।

ওভার পিকিং এর বর্ণনা- 
ওভার পিকিং ম্যাকানিজমে একটি আর্টিক্যাল পিকিং শ্যাফট থাকে যার নিচের অংশে একটি পিকিং কোন সংযুক্ত থাকে। পিকিং কোণের সংস্পর্শে পিকিং টেগেট থাকে। এ পিকিং টেপেটটি বটম শ্যাফটের উপর বসানো থাকে। ভার্টিক্যাল পিকিং শ্যাফটের উপরের অংশে বিয়ারিং এর মাধ্যমে পিকিং স্টিক বা আর্ম এর সাথে যুক্ত থাকে । পিকিং স্টিকের সাথে পিকিং ট্রাক সংযুক্ত থাকে এবং পিকিং ট্রাপের সাথে পিকার সংযুক্ত থাকে।

কার্যাবলী
বৈদ্যুতিক মটর থেকে বেন্টের মাধ্যমে ক্র্যাংক বা মেশিন বা ড্রাইভিং শ্যাফট গতি পায়। ক্র্যাংক শ্যাফট থেকে স্পার হইলের সাহায্যে বটস শ্যাফট গতি পায়। ফলে বটম শ্যাফটও ঘুরতে থাকে।

বটম শ্যাফটে ট্যাপেট যুক্ত থাকায় সেটিও ঘুরতে থাকে। টেপেট ঘুরতে ঘুরতে এর নোজ Nose) যখন আর্টিকা পিকিং শ্যাফটের সাথে যুক্ত কোশের সংস্পর্শে এসে সজোরে আগাত করে তখন পিকিং স্টিক ও পিকিং সৌগ এবং শিকারের মাধ্যমে মাকুকে সজোরে আদাত করে। ফলে মাকু রেইস বোর্ডের (Race board) উপর নিয়ে দ্রুত সেডে প্রবেশ করে সাল বক্সের একপ্রাপ্ত থেকে অন্য প্রান্তে যায় এভাবে একটি পিকিং কাজ সম্পন্ন হয়। ভাঁজের উত্তর পার্শ্বে এই ধরনের ম্যাকানিজমের ব্যবস্থা থাকে ফলে এভাবে মাকু বাক্সের ডান পাশ থেকে বাম পাশ এবং বাম পাশ থেকে ডান পাশে চলাচলের মাধ্যমে পিকিং কার্য অবিরত চলতে থাকে।

কোন আক্তার পিকিং ম্যাকানিজমের বর্ণনা 
এ ধরনের পিকিং এ বটম শ্যাফটের মধ্যে পিকিং টেপেট বসানো থাকে। সাইফ শ্যাফটের সাথে একটি কোন (Cone) যুক্ত থাকে। সাইড শ্যাফটের দুইদিকে দুইটি বিয়ারিং বা ব্রাকেট থাকে। সাইড শ্যাফটের উপরের প্রাপ্ত পিকিং স্ট্র্যাপ (Picking Strap) এর সাহায্যে পিকিং স্টিকের সাথে যুক্ত থাকে। পিকিং স্টিকের নিচের অংশ আটকানো (Pivot) থাকে। পিকিং সিটকের উপরের দিকে স্পিন্ডেলের উপরে পিকানা থাকে। এ শিকারের কেন্দ্রে যাকে রাখা হয়।

কার্য প্রণালী
যেটির থেকে প্রাপ্ত যোশনের সাহায্যে বটম প্যাফট ঘুরে। ফলে এ বটম শ্যাফটে বসানো টেপেটও ঘুরতে থাকে। টেপেটের মৌজ যখন সাইড শ্যাফটের সাথে যুক্ত কোন এর সংস্পর্শে আসে তখন সেটি চাপ নিয়ে কোনকে নিচের দিকে নামার। ফলে সাইড শ্যাফট এর যে প্রাপ্ত পিকিং ট্যাপ যারা পিকিং স্ট্রিকের সাথে যুক্ত তা সামনের দিকে গতি পায়, ফলে পিকিং স্টিক সামনের দিকে মোশন পায় এবং স্পিকারকে আঘাত করে। পিকার মাকুকে আঘাত করে ফলে মাকু পড়েন সুতাসহ দ্রুত রেইস বোর্ড এর উপর দিয়ে সেড এ প্রবেশ করে এবং পিকিং কার্য সম্পন্ন করে। তাঁতের উভয় পার্শ্বে এই রূপ ম্যাকানিজম সংযুক্ত আছে ফলে এভাবে অবিরত পিকিং ক্রিয়া চলতে থাকে ।

Content added By

প্রশ্নমালা

অতিসংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমালা 
১. পিকিং বলতে কী বুঝায়? 
২. ওভার পিকিং মোশন কাকে বলে? 
৩. আন্ডার পিকিং মোশনের সংজ্ঞা দাও?
৪. ওভার পিকিং মোশন কোন ধরনের তাঁতে ব্যবহার করা হয়? 
৫. কি ধরনের লুমের ক্ষেত্রে আন্ডার পিকিং মোশন ব্যবহার করা হয়? 

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. পিকিং এর শ্রেণি বিভাগ কর?
২. পিকিং মেকানিজমের কাজ কী? 

রচনামূলক প্রশ্ন 
১. চিত্রসহ আন্ডার পিকিং মোশনের বর্ণনা দাও?
২. চিত্রসহ ওভার পিকিং মোশনের বর্ণনা দাও?
৩. ওভার পিকিং ও আন্ডার পিকিং মোশনের মধ্যে পার্থক্য লেখ?

Content added || updated By
Promotion