বিটিং আপ গতি লুমের প্রাইমারি গতির দ্বিতীয় পর্যায়ের গতি। শাটেল বা অন্য কোন মাধ্যমে পড়েন সুতা সেডের মধ্যে ফেলে যাওয়ার পর স্রে-সহ রিড পড়েন সুতাকে সজোরে ধাক্কা দিয়ে কাপড়ের শেষ প্রান্তে অর্থাৎ ফেল অব দ্যা ক্লথের পৃষ্ঠে মিশিয়ে দেয় যা কাপড় তৈরির কারণ হয়। এরকম গতিই বিট আপ গতি। বিট আপ কার্যে প্লে ক্র্যাংক আর্ম, ক্র্যাংক, রিড ইত্যাদি অংশ গ্রহণ করে।
বিটিং আপ এর সংজ্ঞা-
যে গতির ফলে শেডের মধ্যে ফেলে যাওয়া পড়েন সুতাকে শানার সাহায্যে সজোরে ধাক্কা দিয়ে কাপড়ের শেষ প্রান্তের (Fell of the cloth) সাথে মিশিয়ে দেয় সে গতিকে বিটিং আপ (Beating up) বলে।
বিটিং আপ এর উদ্দেশ্য (Objectives of Beating up) -
০ সেড়ে ফেলে যাওয়া পড়েন সুতাকে শানার সাহায্যে ধাক্কা দিয়ে কাপড়ের শেষ প্রান্ত (Fell of the cloth) এর সাথে মিলিয়ে দেয়।
০ নির্দিষ্ট পরিমাণ পিকস্ পার ইঞ্চি (Picks per inch, PPI) পাওয়ার জন্য কাপড়ের সুতায় সম দূরত্ব বজায় রাখা।
০ মাকুকে রেইজ বোর্ডের মধ্য দিয়ে চলাচলে সহায়তা করা ।
বিটিং আগ এর বর্ণনা
মটরপুলি থেকে বেল্টের (Belt) মাধ্যমে ক্র্যাংক শ্যাফট বা লুম পুলি শক্তি পায়। ক্র্যাংক শ্যাফট পুলিটি ক্র্যাংক শ্যাফট এর প্রাপ্তের সাথে সংযুক্ত থাকে। শ্লে ক্যাপ (Slay cap) বা রিড ক্যাপটি (Reed cap) স্লে সোর্ড (Slay sword) এর উপরের প্রান্তের সাথে আটকানো থাকে। তাঁতের দুই প্রান্তে দুইটি স্লে সোর্ড আছে যার নিম্ন প্রান্ত রকিং শ্যাফটের সাথে ফালক্রাম (Fulcrum) করা থাকে। ক্র্যাংক ও স্নে টি ক্র্যাংক আর্ম দ্বারা যুক্ত থাকে ।
কার্যপ্রণালি
মটর পুলির ঘুর্ণনের ফলে ক্র্যাংক শ্যাফট পুলি ঘোরে। ক্র্যাংক শ্যাফট্ পুলিটি যেহেতু ক্র্যাংক শ্যাফট এর এক প্রান্তের সাথে যুক্ত আছে। সুতরাং ক্র্যাংক শ্যাফটটিও ঘুরবে। ক্র্যাংক শ্যাফট ঘুরকে ঘুরতে ক্র্যাংক যখন সম্মুখ অবস্থানে আসবে তখন ক্র্যাংক আর্ম এর মাধ্যমে স্পে (Slay) সেডে ফেলে যাওয়া পড়েন সুতাকে ধাক্কা দিয়ে কাপড়ের শেষ প্রান্তে মিলিয়ে দেয়। আবার ক্র্যাংক সম্মুখ অবস্থান থেকে সরে আসার সাথে সাথে লেও পিছনের দিকে ফিরে আসতে থাকে। এভাবে সে সম্মুখ ও পিছনের গতির মাধ্যমে বিটিং আপ প্রক্রিয়ায় চলতে থাকে ।
বিট আপ এর শ্রেণি বিভাগ-
বিট আপ সাধারণত দুই প্রকার। যথা
১। সিঙ্গেল বিট আপ
২। ডাবল বিট আপ
১। সিঙ্গেল বিট আপ-
শাটল এক বক্স থেকে অন্য বক্সে যাওয়ার পর যদি সে একবার বিট আপ করে তবে তাকে সিঙ্গেল বিট আপ বলে।
২। ডাবল বিট আপ-
শাটল এক বক্স থেকে অন্য বক্সে যাওয়ার পর পড়েন সুতা ফেল অব দ্যা ক্লথে লাগানোর জন্য যদি শে দুইবার বিট আপ দেয় তবে তাকে ডাবল বিট আপ বলে ।
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. বিটিং বলতে কী বোঝায় ?
২. বিটিং আপ-এ তাঁতের কোন কোন সক্রিয় থাকে ?
৩. বিটিং আপ গতি লুমের কোন পর্যায়ের গতি ?
৪. ডাবল বিট আপের সংজ্ঞা দাও ।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. বিটিং আপ এর উদ্দেশ্য লেখ।
২. বিটিং আপ এর শ্রেণি বিভাগ কর ।
রচনামূলক প্রশ্ন
১. চিত্র সহ বিটিং আপ পদ্ধতির বর্ণনা দাও।
Read more