পাখি

- সাধারণ বিজ্ঞান জীব বিজ্ঞান | - | NCTB BOOK
451
451

পাখি (Aves)

পাখি ভার্টিব্রাটার উপপর্ব এভিস শ্রেণির প্রাণী। দেহ পালক দ্বারা আবৃত। যেমন-বাজপাখি (hawk/Falcon), ঈগল (Eagle), অ্যালবাট্রস (Albatross), শকুন (Vulture), হাঁস, মুরগি, কবুতর।

• সবচেয়ে দ্রুততম পাখি আগুনে বাজ (Peregrine falcon)

• সবচেয়ে ছোট পাখি হামিং বার্ড।

• সবচেয়ে বড় পাখি উটপাখি।

• সবচেয়ে বড় সামুদ্রিক পাখি আলবাট্রস। এরা সাধারণ পাখির তুলনায় আকারে অনেকটা বড় হয়। এদের দুই ডানার মাঝের বিস্তার ৩ মিটার এর বেশি হতে পারে যা এদের দৈহিক দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি।

• গাঙচিল আকাশে দীর্ঘক্ষণ উড়তে পারে এবং এরা পাখিদের মধ্যে দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে।

• কিউই (Kiwi), পেঙ্গুইন (Penguin), উটপাখি (Ostrich), এমু (Emus) প্রভৃতি পাখি উড়তে পারে না। উটপাখি ভূচর পাখিদের মধ্যে দ্রুততম।

• পেঙ্গুইন পৃথিবীর দক্ষিণ মেরুবলয়ের আশেপাশে বাস করে। পেঙ্গুইন পানিতে খুব ভালো সাঁতার কাটতে পারে বিধায় দারুণভাবে শিকার করতে পারে।

• কিউই নিউজিল্যান্ডে পাওয়া যায়।

• কাঠঠোকরা পাখির জীব কন্টকময়।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

অস্থি চিকিৎসক
শল্য চিকিৎসক
দন্ত চিকিৎসক
সার্জেন্ট
উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
বাজপাখি পালন বিষয়াদি
পাখি পালন বিষয়াদি
উড়োজাহাজ ব্যবস্থাপনা
বাঁদর এর
পিপিলিকার
সাপ এর
ফড়িং এর
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;