পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ নির্ণয়

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী পরিধান করা।
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা।
  • প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করা।
  •  সকল যন্ত্রপাতি এবং উপকরণ ব্যবহারের পর পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা।

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

১. প্রমান সাইজের একটি এ্যাপ্রোন

২. মাঝারি সাইজের এক জোড়া হ্যান্ড গ্লোভস

৩. তিনস্তর বিশিষ্ট একটি মাস্ক

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ

১। মিটার স্কেল

২। থার্মোমিটার

৩। পিএইচ মিটার

৪। দ্রবীভূত অক্সিজেন মিটার

৫। রিফ্লাক্টোমিটার

৬। অ্যামোনিয়া টেস্ট কীট

৭। প্লাস্টিকের গামলা

৮। প্লাস্টিকের বালতি

৯। পাতিল

১০। লিটমাস পেপার

১১। স্কুপনেট

১২। টিস্যু পেপার

১৩। মাঝারি মাপের গামছা

১৪। খাতা পেন্সিল

(গ) কাজের ধারা

১। পুকুরের পানিতে থার্মোমিটার ব্যবহার করে পানির তাপমাত্রা নির্ণয় করো।

২। পিএইচ মিটার বা লিটমাস পেপার দিয়ে পানির পিএইচ নির্ণয় করো।

৩। দ্রবীভূত অক্সিজেন মিটার দ্বারা পানির দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করো।

৪। রিফ্লাক্টোমিটারের সাহায্যে পানির লবণাক্ততা পরিমাপ করো।

 ৫। অ্যামোনিয়া টেষ্ট কীট ব্যবহার করে পানিতে দ্রবীভূত অ্যামোনিয়ার পরিমাণ নির্ণয় করো।

 

সতর্কতা

১) দক্ষ টেকনিশিয়ান এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা পানির গুণাগুণ পর্যবেক্ষণ করতে হবে।

২) পর্যবেক্ষণের সময় যত্ন সহকারে প্রতিটি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

৩) পর্যবেক্ষণের সময় পানিতে বসবাসকারী চিংড়ি যেন পীড়িত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

৪) পানির ভৌত রাসায়নিক গুণাগুণ নির্ণয়ের পর ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হবে।

আত্মপ্রতিফলন

পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ নির্ণয়ে দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added By

আরও দেখুন...

Promotion