স্থাপত্যে কিংবা অন্য যে কোনো ক্ষেত্রেই বেশির ভাগ ড্রয়িং মূলত কাল্পনিক, যা দেখে বাস্তবে বস্তু বা কাঠামো নির্মাণ করা হয়। যেমন— প্ল্যান, এলিডেশন, সেকশন, আইসােেমট্রিক, অবলিক ভিউ ইত্যাদি। অধিকাংশ ড্রয়িং সাধারণ লোকের বোধগম্য হয় না। পার্সপেক্টিভ দৃশ্য এমন এক ধরনের ড্রয়িং যা দেখে যে কোনো ব্যক্তি একটি কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারে। এজন্য কোনো বিশেষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না।
পার্সপেক্টিভ দৃশ্য মূলত বাস্তবধর্মী দৃশ্য। তবে একটি কাঠামো বা যন্ত্র যেমন লেখায় ঠিক তেমন করেই অঙ্কন করা হয় বলে কাঠামো নির্মাণের পূর্বে এ ধরনের ড্রয়িং করে বস্তুর বাস্তবিক চেহারা সম্পর্কে ধারণা নেয়া হয় । সুউচ্চ ভবনকে খালি চোখে নিচ থেকে কেমন দেখাবে, বা ভবনের বাইরের দিক ক্লায়েন্ট বা মালিকের পছন্দমত হচ্ছে কিনা, ভিতরের আসবাব সজ্জা করার পর কেমন দেখাবে কিংবা আসবাব সজ্জার পর্যাপ্ত স্থান সংকুলান হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে পূর্বে থেকে জানা ও প্রয়াজনীয় সংশোধন বা পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য পার্সপেক্টিভ দৃশ্য অঙ্কণ করা হয় ।
আরও দেখুন...