পার্সপেক্টিভ দৃশ্য অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
1
Please, contribute by adding content to পার্সপেক্টিভ দৃশ্য অঙ্কন.
Content

এক বিন্দু পার্সপেক্টিক দৃশ্য অঙ্কন প্রণালি

0
  • একটি সরল রেখা Picture plane এঁকে বস্তুর প্ল্যানটি-এর উপর সমান্তরাল করে আঁকতে হবে।

 

  • 30° সেট স্কয়ারের সাহায্যে Cone of Vision ঠিক করে Station Point চিহ্নিত (এখানে তিনটি অবস্থার যে কোনো একটি নিতে হবে) করতে হবে ।
  • Station Point (SP) থেকে Horizontal line / level (HL) এর উপরে লম্ব টানতে হবে ।
  • বিন্দুটি ভ্যানিশিং পয়েন্ট (Vanishing Point -VP) হবে।
  • বস্তুর আকৃতির উপর নির্ভর করে নির্দিষ্ট দুরত্বে Ground Line (GL) আঁকতে হবে।
  • বস্তুর প্যানটি যে বিন্দুতে (PP) এ স্পর্শ করে থাকে সেখান থেকে Ground Line (GL) এর উপর লম্ব আঁকলে এটি True Height Line (THL) হৰে ।
  • বস্তুর সম্মুখ দৃশ্য GL এর উপর এঁকে তা থেকে THL এর উপর উচ্চতা কেটে নিতে হবে, উষ্ণ বিন্দুসমূহ বা উচ্চতা বরাবর উপর ও নিচের বিন্দুসমূহ থেকে VP পর্যন্ত রেখা টানতে হবে ।
  • Station Point (SP) থেকে বস্তুর বিভিন্ন End Point এ রেখা টানলে Picture plane (PP) এর যে বিন্দুতে মিলবে সেখান থেকে Ground Line (GL) এর উপরে লম্ব টানতে হবে।
  • লম্ব রেখাসমূহ VP পর্যন্ত অঙ্কিত রেখার যে বিদু সমূহে মিলবে সেই বিন্দু থেকে আবার সমান্তরাল বা অনুভূমিক রেখা টানতে হবে।
  • বস্তুর আকৃতি অনুযায়ী রেখাসমূহ গাঢ় করতে হবে।
Content added By

দুই বিন্দু পার্সপেক্টিভ দৃশ্য অঙ্কন প্রণালি

0
  • একটি সরল রেখা Picture plane এঁকে বছর প্ল্যানটি এর উপর 30° ও 60° কোণে আঁকতে হবে।
  • ৩০ সেট ক্ষয়ারের সাহায্যে Cone of Vision ঠিক করে Station Point চিহ্নিত করতে হবে।
  • Station Point (SP) থেকে Picture plane (PP) এর উপর 30° 60° রেখা টেনে যে বিন্দুতে মিলবে সেখান থেকে Horizontal line / level (HL) এর উপরে লম্ব টানতে হবে।
  • বিন্দুদ্বয় ডান ও বাম ভ্যানিশিং পয়েন্ট (Left & Right Vanishing Point - LVP & RVP) হবে।
  • বস্তুর আকৃতির উপর নির্ভর করে নির্দিষ্ট দূরত্বে Ground Line (GL) আঁকতে হবে।
  • বস্তুর প্ল্যানটি যে বিন্দুতে (PP) এ স্পর্শ করে থাকে সেখান থেকে Ground Line (GL) এর উপর লম্ব আঁকলে এটি True Height Line (THL) হৰে ।
  • বস্তুর সম্মুখ দৃশ্য GL এর উপর এঁকে তা থেকে THL এর উপর উচ্চতা কেটে নিতে হবে, উক্ত বিন্দুসমূহ বা উচ্চতা বরাবর উপর ও নিচের বিষ্ণু থেকে LVP ও RVP পর্যন্ত রেখা টানতে হবে।
  • Station Point (SP) থেকে বস্তুর বিভিন্ন End Pot এ রেখা টানলে Picture plane (PP) এর যে বিন্দুতে মলবে সেখান থেকে Ground Line (GL) এর উপরে লম্ব টানতে হবে।
  • লম্ব রেখাসমূহ LVP ও RVP পর্যন্ত অঙ্কিত রেখার যে বিন্দুসমূহে মিলবে সেই বিন্দু থেকে আবার LVF & RVP পর্যন্ত রেখা টানতে হবে।
  • বস্তুর আকৃতি অনুযারী রেখাসমূহ গাঢ় করতে হবে।
Content added By
Promotion