প্রথম সেশন
পিকনিকের মেন্যু ১। ২। ৩। ৪।
|
খাবারের রেসিপি, অর্থাৎ কীভাবে তৈরি করতে হয় তা যদি দলের কারোই না জানা থাকে, শিক্ষকের সাহায্য নিতে পারো, কিংবা অন্য যে কারো। |
---|
দ্বিতীয় সেশন
বাসায় গিয়ে যা করবে- তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন? বাসার অন্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন? তুমি নিজে কী কী দায়িত্ব পালন করো? তোমার যেসব বন্ধুদের রান্নাঘরের কাজে সাহায্য করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বাকিদের থেকে এগিয়ে থাকবে পিকনিকের আয়োজনে! তুমিই বা পিছিয়ে থাকবে কেন? পিকনিকে তোমার দলের উপর যেই খাবার তৈরির দায়িত্ব, আজকে বাসায় ফিরে ওই আইটেমটা তৈরি করার চেষ্টা করে দেখো তো! প্রয়োজনে বাবা-মা, কিংবা বড় ভাইবোনের সাহায্য নাও। |
তৃতীয় ও চতুর্থ সেশন
উপাদানের নাম | রঙ | স্বাদ | ঘ্রাণ | আকার | |
---|---|---|---|---|---|
রাখার আগে/ প্রক্রিয়াকরণের আগে | |||||
রান্নার পর/ প্রক্রিয়াকরণের পর |
(কাঁচা ডিম মাছ মাংস বা সবজি আবার খেয়ে দেখতে যেও না যেন!! সব উপাদানের কাঁচা অবস্থায় স্বাদ না নিলেও চলবে!!)
পঞ্চম সেশন
ষষ্ঠ ও সপ্তম সেশন
নিচের ছকের মতো একটা ছক তৈরি করতে পারো-
তাপমাত্রা রেকর্ডের সময় | তাপমাত্রা (সেলসিয়াস স্কেলে) |
---|---|
বরফ দেয়ার আগে | |
বরফ গলে পানিতে মিশে যাবার আগমুহূর্তে |
এই বিষয়ে তোমার ধারণা নিয়ে পাশের বন্ধুর সাথে আলাপ করে দেখো তো? নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো-
আমরা কীভাবে গন্ধ পাই? গড় ব্যাপারটা কী?
দূর থেকে কীভাবে পঙ্ক আমাদের নাক পর্যন্ত আসে?
তাপমাত্রা রেকর্ডের সময় | তাপমাত্রা (সেলসিয়াস স্কেলে) |
---|---|
বরফ দেওয়ার আগে | |
বরফ গলে পানিতে মিশে যাবার আগমুহূর্তে | |
আধাঘন্টা গ্লাসটা রেখে দেবার পর |
ভৌত পরিবর্তন | রাসায়নিক পরিবর্ত |
---|---|
১। ২। ৩। …….. ……… ……… | ১। ২। ৩। …….. ……… ……… |
পুরো শিখন অভিজ্ঞতা শেষে তোমার দলের সহপাঠীদের কাজ সম্পর্কে তোমার মতামতের জন্য বইয়ের শেষের ছক পূরণ করো। |
---|
শেষ কথা
প্রশ্ন | তোমার উত্তর |
---|---|
আশেপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করো নি? | |
তোমার বাসার রামমেরে বিভিন্ন বস্তুর আর কী কী ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো! |
Read more