শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১

পুকুরের পানির পিএইচ নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা ও শোভন পোষাক পরিধান করা।
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান ও পরিবেশ তৈরি করা।
  • কাজের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উপকরণ নির্বাচন ও সংগ্রহ করা।
  • পানিতে ডুবানোর পর পিএইচ পেপার খুব সতর্কতার সাথে পিএইচ স্কেলের সাথে মিল করা। 
  • কাজ শেষে ব্যবহৃত যন্ত্রপাতি যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংরক্ষণ করা।
  • কাজ শেষে অব্যবহৃত মালামাল উপযুক্ত স্থানে সংরক্ষণ করা।
  • কাজের শেষে চেক লিষ্ট অনুযায়ী ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতি নির্ধারিত স্থানে সংরক্ষণ করা।

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

ক্রম

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

০১মাস্কতিন স্তর বিশিষ্ট১ টি 
০২হ্যান্ড গ্লোভস্মাঝারি মাপের১ জোড়া 
০৩চশমা (গগলস)মানসম্পন্ন১ টি 
০৪গামবুটরাবারের তৈরি১ জোড়া 
০৫গামছামাঝারি সাইজের১ টি 
০৬ছাতা/রেইনকোটমানসম্পন্ন (দেশি/বিদেশি) ১ টি 

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট, মেশিন)

ক্ৰম.যন্ত্রপাতির নামস্পেসিফিকেশনপরিমাণ
০১বিকারস্বচ্ছ কাঁচের (২০০-৫০০ মিলি)৩টি
০২বালতিপ্লাস্টিক (১৫ লিটার)১টি
০৩পিএইচ মিটারমানসম্পন্ন১টি
০৪পিএইচ স্কেল ও পেপারমানসম্পন্ন১টি
০৫অ্যালুমিনিয়ামের হাড়ি মাঝারি মাপের (২০ লিটার)২টি
০৬স্টিলের বাটিমাঝারি মাপের (২ লিটার)২টি
০৭কালো বোতলপ্লাস্টিক (২৫০-৫০০ মিলি)৪টি 

 

(গ) প্রয়োজনীয় উপকরণ

ক্রম নাম স্পেসিফিকেশনসংখ্যা 
০১তেঁতুলমানসম্মত৫০০ গ্রাম
০২চুন সাধারণ১০ কেজি
০৩টিস্যু পেপারকিচেন টিস্যু প্যাকেট১টি
০৪খাতা৪০-৫০ পৃষ্ঠা১টি
০৫ পেন্সিল২ বি২টি

 

(ঘ) কাজের ধারা

১. পানির পিএইচ পরিমাপের জন্য প্রয়োজনীয় উপকরণসহ সুরক্ষা পোষাক পরিধান করে নির্ধারিত পুকুরে গমন করো।

২. পিএইচ পরিমাপের জন্য যথাসম্ভব পুকুরের মাঝ থেকে বালতিতে পানি সংগ্রহ করো অথবা ল্যাবরেটরিতে এনে অক্সিজেন মাপার জন্য কালো বোতলে পানি সংগ্রহ করো।

৩. সংগৃহীত পানিতে পিএইচ মিটার ডুবিয়ে উপরে উঠিয়ে দেখ পিএইচ পেপারের বর্ণ পরিবর্তন হয়েছে। এবার পিএইচ স্কেলের সাথে পরিবর্তিত পিএইচ পেপারের বর্ণ মিলিয়ে পুকুরের পানির পিএইচ-এর মাত্রা নির্ধারণ করো। অথবা পানিতে ডিজিটাল পিএইচ মিটার ডুবিয়ে সরাসরি পিএইচ-এর মাত্রা নির্ধারণ করো।

৪. পিএইচ-এর মান আদর্শ মাত্রার চেয়ে কম হলে প্রতি শতাংশে ৫০০ গ্রাম হারে চুন প্রয়োগ করো এবং ৭ দিন পর আবার পিএইচ মেপে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করো।

৫. পিএইচ-এর মান আদর্শ মাত্রার চেয়ে বেশি হলে শতাংশে ৫০-৬০ গ্রাম হারে তেঁতুল গুলিয়ে সারা পুকুরে ছিটিয়ে দাও। তেঁতুল না পাওয়া গেলে তেঁতুলের ডাল কেটে পুকুরের পানিতে ডুবিয়ে রেখে পরের দিন সকালে তুলে ফেল। অথবা গভীর নলকুপের পানি পুকুরে দেয়া যেতে পারে। 

৬. গৃহীত কার্যক্রমটি ব্যবহারিক খাতায় লিপিবদ্ধ করো।

সতর্কতা

  • পিএইচ পেপার পুকুরের পানিতে ডুবানোর পর উঠিয়ে পিএইচ স্কেলের সাথে মিলানোর সময়। সাবধানতা অবলম্বন করতে হবে।
  •  পুকুরে চুন বা তেঁতুল দেয়ার পর পরই পরিমাপ করে দেখতে হবে যেন পিএইচ-এর মাত্রা ৬.৫- ৮.৫-এর মধ্যে অবস্থান করে।

আত্মপ্রতিফলন

পুকুরের পানির পিএইচ নিয়ন্ত্রণে দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added || updated By
Promotion