১) পোর্টেবল ড্রিল,
২) ভাইস,
৩) ড্রিল বিট,
৪) সেন্টার পাঞ্চ,
৫) হ্যামার,
৬) স্টিল রুল,
৭) স্ক্রাইবার ।
হ্যান্ড ডিলিং-এর জন্য সুবিধাজনক মাউন্টিং ডিভাইস নির্বাচন করে ওয়ার্কপিস স্থাপন ও আবদ্ধ করতে হবে । সাধারণত বহনযোগ্য মাউন্টিং যেমন- সি – ক্ল্যাম্প, হ্যান্ড ভাইস অথবা অন্য কোনো নির্ভরযোগ্য উপায়ে দৃঢ়ভাবে ওয়ার্কপিস অবশ্যই আবদ্ধ করতে হবে ।
চিত্রঃ ব্যব ২/১ ড্রিলপেজ
চিত্রঃ ব্যব ২/২ পোর্টেবল ড্রিল মেশিন
চিত্র : ব্যব ২/৩ অনুভূমিক অবস্থানে কার্যবস্তুর ওপর ড্রিল করা
১) ড্রিলিং মেশিনের সেফটি ডিভাইসগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
চিত্র : ব্যব ২/৪ কাঠের ব্লকের ছিদ্রের মধ্যে ড্রিল বিট রাখার কৌশল
১) পোর্টেবল ড্রিল বলতে কী বোঝায় ?
২) ড্রিল বিটের আকার বা সাইজ কোথায় লেখা থাকে?
৩) ড্রিল গেজ দিয়ে কী মাপা হয় ?
Read more