এই দুটি সেশনে তোমাকে মানুষ ও প্রকৃতির কল্যাণে কাজ করতে হবে। তোমরা ভিডিও চিত্র প্রদর্শন ও প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করবে।
সেমিনার আয়োজন
সেশন দুটিতে তোমাদের একটি সেমিনারের আয়োজন করতে হবে। তুমি তোমার বাড়ি, পাড়া, মহল্লায় বা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে যে ছবি/ভিডিও ধারণ করেছ তা সেমিনারে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এই সেমিনারের মাধ্যমে মানুষ ও প্রকৃতির কল্যাণে তুমি কীভাবে ভূমিকা রেখেছ তা অন্যকে দেখাতে পারবে। এটি প্রচারণামূলক কাজের একটি অংশ তা যেন আগত অতিথিরা বুঝতে পারে। ভিডিও চিত্র দেখতে দেখতে তুমি কীভাবে আরও বেশি প্রকৃতির কল্যাণে অংশগ্রহণ করতে পারো সে বিষয়ে চিন্তা করো। সেমিনারের শিরোনাম হতে পারে "প্রকৃতির সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি"। সেমিনারটি আয়োজন করতে শিক্ষক তোমাদের সাহায্য করবেন এবং কক্ষ ব্যবস্থাপনায় তুমি শিক্ষককে সহায়তা করবে। সেমিনার আয়োজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পূর্ব থেকে প্রস্তুত রাখো।
সেমিনারে অংশগ্রহণের জন্য তুমি অন্য শ্রেণির শিক্ষকদের আমন্ত্রণ করতে পারো। পরিবেশ সচেতনতা বিষয়ে অভিজ্ঞ এমন একজন ব্যক্তিকেও শিক্ষকের সহায়তায় আমন্ত্রণ করতে পারো। যিনি সেমিনারের বক্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তার সঙ্গে আগেই আলোচনা করো। তিনি যেন তোমার লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী বক্তব্য রাখতে পারেন। সেমিনারের আগের দিন বক্তাকে মনে করিয়ে দিও যেন তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত হতে পারেন।
যেখানে সেমিনার আয়োজন করা হবে তার পেছনে "প্রকৃতির সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি সেমিনার" শিরোনামে লেখা ব্যানারটি টানিয়ে দাও। তারপর শিক্ষকের সহযোগিতায় সেমিনারটি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করো। সেমিনার বাস্তবায়নের জন্য নিচের ছক অনুসরণ করতে পারো।
১. অংশগ্রহণকারীদের উদ্দেশে শুভেচ্ছা জ্ঞাপন।
২. সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করা।
৩. বারবার স্লোগান দেয়া- "আমি পরিবেশের যত্ন নিব, অন্যকেও যত্ন নিতে বলব।"
৪. অংশগ্রহণকারীদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন। সেমিনার শেষে শিক্ষক তোমাদের ফিডব্যাক দিবেন। শিক্ষকের দেয়া মন্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনো।
শিক্ষক তোমাকে সেমিনারের সবল দিকগুলো সম্পর্কে বলবেন। কোন দিকগুলো আরও উন্নয়ন করা প্রয়োজন
তাও বলবেন। মানুষ সেমিনারের মূল বার্তা কতটুকু বুঝতে পেরেছে এবং সেমিনারের মধ্য দিয়ে কতটুকু সচেতন হতে পেরেছে, শিক্ষক তাও তোমাদের জানাবেন। সকলের সহযোগিতায় সেমিনারটি সুন্দরভাবে আয়োজন করার জন্য শিক্ষক তোমাদের ধন্যবাদ জানাবেন। শিক্ষকের সহযোগিতার জন্য তুমিও শিক্ষককে ধন্যবাদ জানাও।
আলোচনা
সেমিনার আয়োজন করতে তোমাদের কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। কোন কোন ক্ষেত্রে সহযোগিতা পেয়েছ এবং কোন কোন বিষয় ভালো লেগেছে? কী কী অভিজ্ঞতা অর্জিত হয়েছে। উপস্থিত অংশগ্রহণকারীরা কতটুকু উৎসাহ লাভ করেছে এবং প্রচারণায় কতটুকু সাফল্য অর্জিত হয়েছে তা সকলে মিলে আলোচনা করো।
আরও দেখুন...