অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। ডবল 'ইউ' জোড়া কখন অধিক উপযুক্ত?
২। এজজোড়া কোন পুরুত্বের ধাতুকে ওয়েল্ডিং করতে এ জোড়া উপযুক্ত?
৩। পার্শ্বদেশ প্রস্তুতির পরিশ্রম কোন জোড়ার জন্য করতে হয় না?
সংক্ষিপ্ত প্রশ্ন
৪। দশটি ওয়েল্ডিং প্রতীক অঙ্কন করে ঐগুলোর পার্শ্বে ওয়েল্ডিং নাম লেখ।
৫। ওয়েল্ডিং স্থান দেখিয়ে কীভাবে ওয়েন্ডিং সিম্বল লেখা হয়? ৫টি উদাহরণ দাও।
৬। M.C.G দিয়ে কী বোঝান হয়?
রচনামূলক প্রশ্ন
৭। কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ওয়েল্ডিং জোড় নির্বাচন করা হয়?
৮। ওয়েল্ডিং জোড়ার শ্রেণি বিভাগ কর এবং বিভিন্ন জোড়াগুলির নাম লেখ।
৯। বিভিন্ন শ্রেণির ওয়েন্ডিং জোড়াগুলোর চিত্র অঙ্কন করে নাম লেখ।
১০। স্কয়ার বাটজোড়া কোন ধরনের ওয়ার্কশপ এর জন্য উপযুক্ত এবং এ ধরনের জোড়ার সুবিধা কী?
১১। কোন ধরনের ওয়ার্ক পিসের জন্য সিঙ্গেল 'ভি' জোড়া উপযুক্ত একটি সিঙ্গেল 'ভি' জোড়ার চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশের মাপ দেখাও ।
১২। কীভাবে 'টি' জোড়া তৈরি করা হয়? মোচড় বল প্রতিরোধ করতে কীভাবে 'টি' জোড়া তৈরি করতে হয়?
১৩। কোন ধরনের ওয়ার্ক পিসের জন্য 'এজ' জোড়া অধিক উপযুক্ত?
১৪। দুইখণ্ড ধাতুর পুরুত্বঃ
১ম ক্ষেত্রে ১৪ মিলিমিটার
২য় ক্ষেত্রে ২২ মিলিমিটার
৩য় ক্ষেত্রে ৫ মিলিমিটার
৪র্থ ক্ষেত্রে ৪২ মিলিমিটার
কোন ক্ষেত্রে কোন ধরনের জোড়া তৈরি করবে?
আরও দেখুন...