প্রশ্নমালা-৪

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। আর্ক ওয়েল্ডিং-এর সময় সর্বাগ্রে কী প্রয়োজন ?

২। ওয়েল্ডিং বুথের দেয়াল কিরূপ পদার্থের হয়ে থাকে ?

৩। অগ্নি নিরোধক মহড়ার প্রয়োজন কেন ?

৪। ছেনি দিয়ে কাজ করার সময় কী লক্ষ্য রাখতে হবে ?

৫। রেকটিফায়ার কী ধরনের ওয়েল্ডিং-এর ক্ষেত্রে ব্যবহৃত হয় ?

৬। সেফটি সু ব্যবহার না করলে কী ক্ষতি হতে পারে ?

সংক্ষিপ্ত প্রশ্ন

৭। রেকটিফায়ার এর রক্ষণাবেক্ষণ কৌশল লেখ ।

৮। ট্রান্সফরমার এর রক্ষণাবেক্ষণ কৌশল লেখ ।

৯। অগ্নি নিরোধক মহড়ার প্রয়োজন কেন ?

১০। আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহৃত ৫ (পাঁচ)টি ব্যক্তিগত নিরাপদ সরঞ্জামাদির নাম উল্লেখ কর।

১১। আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহার্য ৫ (পাঁচ)টি নিরাপত্তামূলক সরঞ্জামাদির ব্যবহার ব্যক্ত কর ।

রচনামূলক প্রশ্ন

১২। আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত ১০ (দশ)টি নিরাপত্তা সরঞ্জামাদির নাম উল্লেখ কর।

১৩। আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত ১০ (দশ) টি নিরাপত্তা সরঞ্জামাদির রক্ষণাবেক্ষণ উল্লেখ কর ।

১৪ । আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহৃত ব্যক্তিগত নিরাপদ সরঞ্জামাদির প্রয়োজনীয়তা উল্লেখ কর।

১৫। আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহার্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদির ব্যবহার উল্লেখ কর। 

১৬। এয়ার মাফলার (Ear muffler) ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ কর ।

১৭। আর্ক ওয়েন্ডিং কালে ব্যবহার করতে হয় এমন নিরাপদ পোশাকাদির বর্ণনা দাও।

Content added By
Promotion