প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১। আঙ্গুরের কয়েকটি জাতের নাম লেখ ? 

২। এক বছর বয়স্ক আঙ্গুর গাছে কয়টি মুকুল রেখে বাকিগুলো হেঁটে দিতে হয় ? 

৩। আঙ্গুর গাছে অ্যানথ্রাকনোজ রোগ দমনে কি ব্যবস্থা নেয়া হয় ? 

৪। আঙ্গুরের রস শোষক পোকা দমনে ব্যবহার যোগ্য কীটনাশকের নাম লেখ । 

৫ । লটকন গাছ রোপণের উপযুক্ত সময় কখন (মাসের নাম) ? 

৬। ফলন্ত লটকন গাছে প্রতিবছর কী পরিমাণ গোবর, টিএপি এবং এমওপি সার প্রয়োগ করা দরকার ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১। লটকনের জমি ও মাটি নির্বাচন এবং গর্ত তৈরি সম্পর্কে লেখ । 

২। লটকনের অন্তর্বর্তী পরিচর্যা সম্পর্কে লেখ । 

৩। আঙ্গুর সংগ্রহ ফল সম্পর্কে লেখ । 

৪ । আঙ্গুরের জাতসমূহ লিপিবদ্ধ কর । 

রচনামূলক প্রশ্ন 

১। আঙ্গুরের জমি ও মাটি নির্বাচন জমি তৈরি এবং চারা রোপণ কৌশল বর্ণনা করা 

২। আঙ্গুর চাষে বাউনি দেওয়া ও ঘটাই সম্পর্কে বর্ণনা কর । 

৩। আঙ্গুর গাছে সার প্রয়োগ ও পরিচর্যা সম্পর্কে লেখ । 

৪ । লটকনের চাষাবাদ কৌশল বর্ণনা কর । 

৫। আঙ্গুরের পোকা মাকড় ও রোগ বালাই দমন কৌশল সম্পর্কে লেখ ।

Content added By
Promotion