অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। স্বল্পমেয়াদি ফল গাছ কত দিন ফল দিয়ে থাকে ?
২ । ষড়ভূজ পদ্ধতিতে বর্গাকার পদ্ধতি অপেক্ষা কত শতাংশ গাছ বেশি লাগানো যায় ?
৩ । মিশ্র বাগানের সুবিধা কী ?
৪। সাথী ফসল কী ?
৫ । কন্টুর বা ঢাল এবং সিড়ি বাঁধ পদ্ধতিতে কিভাবে চারা রোপণ করা হয় ?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। বাগানের নকশা কত ধরনের ?
২। কুইনকাংশ পদ্ধতিতে প্রতিটি বর্গের মাঝে লাগানো গাছকে কী বলে?
৩ । ষড়ভুজী পদ্ধতিতে বর্গাকার পদ্ধতির চেয়ে কত ভাগ বেশি গাছ লাগানো যায় ?
৪ । ফল বাগানের পরিকল্পনার জন্য কি কি বিষয় বিবেচনা করা দরকার, তা লিপিবদ্ধ কর ।
৫ । বর্গাকার পদ্ধতির সুবিধা অসুবিধা লেখ ।
৬। মিশ্র ফল বাগান বলতে কি বোঝায়?
৭ । ফল বাগানের জন্য কেন পরিকল্পনা গ্রহণ করা হয় সে সম্পর্কে লেখ ।
রচনামূলক প্রশ্ন
১। ফল বাগান পরিকল্পনার নীতিমালা সম্পর্কে বর্ণনা কর ।
২ । ফল গাছ লাগানোর নকশাগুলোর নাম লেখ । চারা রোপণের জন্য নকশা প্রণয়নে করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা কর ।
৩ । ফল বাগানে গাছ রোপণ প্রণালির গুরুত্ব কী ? ফল বাগানে বিভিন্ন গাছ রোপণ প্রণালি বর্ণনা কর ।
৪ । বাংলাদেশের প্রেক্ষিতে মিশ্র ফল বাগান তৈরির পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা কর ।
Read more