প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. আবাসিক ইমারত কাকে বলে? 

২. আবাসিক ইমারত বা বাড়ি কত প্রকার ও কী কী ? 

৩. ইমারত বা কাঠামো কি কি পদ্ধতিতে নির্মাণ করা হয় ? 

৪. আবাসিক ইমারতের বেসিক এরিয়া কয়টি ও কী কী? 

৫. ভেন্টিলেশন কত প্রকার ও কী কী?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. ভারবাহী দেয়াল নির্মিত ইমারত ও ফ্রেম স্ট্রাকচার ইমারত বলতে কী বোঝ, ব্যাখ্যা কর। 

২. আবাসিক ইমারতের বেসিক এরিয়ার প্রধান প্রধান কক্ষসমূহের নাম লিখ ৷ 

৩. ইমারতে ভেন্টিলেশনের কারণ বর্ণনা কর । 

৪. প্রাকৃতিক ও কৃত্রিম ভেন্টিলেশনের পার্থক্য বর্ণনা কর। 

রচনামূলক প্রশ্ন 

১. আবাসিক ইমারত বা বাড়ি থেকে মানুষ কি কি সুবিধাদি পেয়ে থাকে তার বিস্তারিত বর্ণনা দাও ৷ 

২. আবাসিক ইমারত বা বাড়ির শ্রেণিবিভাগ বিস্তারিত বর্ণনা কর । 

৩. লোড বিয়ারিং ওয়াল বিল্ডিং ও ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং-এর চিত্রসহ পার্থক্য বর্ণনা কর। 

৪. আবাসিক ইমারতের বেসিক এরিয়ার প্রধান প্রধান কক্ষসমূহের মাপ ও কাজ লেখ। 

৫. আবাসিক ইমারতের প্রধান প্রধান কক্ষসমূহের ভেন্টিলেশন ব্যবস্থা বর্ণনা কর ।

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion