প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. লম্ব কোণকে সেকশন করলে কয়টি সারফেসের সৃষ্টি হয়? 

২. উপবৃত্ত কী? 

৩. অধিবৃত্ত কী? 

৪. পরাবৃত্ত কী? 

৫. পরাক্ষ ও উপাক্ষ কী?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. একটি রেখাকে সমদ্বিখণ্ডিত করার পদ্ধতি লেখ । 

২. একটি রেখার উপর লম্ব অঙ্কনের একটি পদ্ধতি লেখ ।

 ৩. একটি কোণকে সমদ্বিখণ্ডিত করার পদ্ধতি লেখ। 

৪. একটি সরলরেখাকে ভূমিরূপে সুষম ষড়ভুজ অঙ্কনের একটি পদ্ধতি লেখ

রচনামূলক প্রশ্ন 

১. একটি সরল রেখাকে কয়েকটি সমান অংশে বিভক্ত করার পদ্ধতি বর্ণনা কর। 

২. একটি কোণকে সমত্রিখণ্ডিত করার পদ্ধতিটি বর্ণনা কর। 

৩. দুটি কোণ ও একটি বাহু দেয়া থাকলে ত্রিভুজটি অঙ্কনের একটি পদ্ধতি লেখ। 

৪. একটি কোণ ও বাহুসমূহ এবং কর্ণদ্বয় দেয়া থাকলে চতুর্ভুজটি অঙ্কনের একটি পদ্ধতি লেখ । 

৫. একটি সরলরেখাকে ভূমিরূপে সুষম পঞ্চভুজ অঙ্কনের পদ্ধতি লেখ । 

৬. একটি লম্ব কোণের সেকশনে সৃষ্ট বিভিন্ন সারফেসের বর্ণনা দাও। 

৭. পরাক্ষ ও উপাক্ষের দৈর্ঘ্য দেয়া থাকলে এক কেন্দ্রীয় প্রণালিতে উপবৃত্ত অঙ্কনের পদ্ধতি বর্ণনা কর। 

৮. পরাক্ষ ও উপাক্ষের দৈর্ঘ্য দেয়া থাকলে সামান্তরিক প্রণালিতে উপবৃত্ত অঙ্কনের পদ্ধতি বর্ণনা কর ।

Content added By
Promotion