অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১ । আমাদের দেশে চারা লাগানোর উপযুক্ত সময় কখন ?
২। চারা রোপণের পর ছায়া প্রদান করা হয় কেন ?
৩। চারা গাছের ডাল পালা কেন হেঁটে দিতে হয় ?
সংক্ষিপ্ত প্রশ্ন
১ । বাগানে কী ভাবে চারা/কলম রোপণ করতে হয় আলোচনা কর ।
২ । বীজ তলা থেকে চারা/কলম উত্তোলনের পদ্ধতি বর্ণনা কর
৩ । বীজ রোপণের পর থেকে চারা তালোর আগ পর্যন্ত অন্তবর্তীকালীন পরিচর্যা সম্পর্কে লেখ ।
৪ । বাগানে রোপণের পূর্বে ফলের চারা/কলমের কষ্ট সহিষ্ণুতা বাড়ার কৌশল বর্ণনা কর ।
রচনামূলক প্রশ্ন
১। ফল বাগানে চারা রোপণ ও পরবর্তী পরিচর্যাসমূহ বর্ণনা কর ।
২ । বীজতলা থেকে ফলের চারা/কলম উত্তোলনের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয় ব্যাখ্যা কর ।
৩ । বীজ তলা থেকে চারা/কলম উঠানো এবং কষ্টসহিষ্ণুতা বাড়ানোর জন্য করণীয় বিষয়গুলো উল্লেখ কর ।
Read more