প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
2

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১। সারা বিশ্বে কত প্রজাতির পোকা মাকড় ফল ও ফল গাছের অনিষ্ট করে থাকে ? 

২। পোকা মাকড়ের প্রাকৃতিক দমন বলতে কী বোঝায় ? 

৩। কাঁঠালের ফল ছিদ্রকারী পোকার নাম কী ? 

৪ । পোকা দমনে যান্ত্রিক পদ্ধতির উপকারীতা কী ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১। আম ছিদ্রকারী পোকার অপর নাম কী ? এ পোকা দমনের উপায় বর্ণনা কর । 

২। কলার পাতা ও ফলের বিটলের বৈজ্ঞানিক নাম কী? 

৩। নারিকেলের গল্ডার পোকার অপর নাম কী ? এ পোকাকে গন্ডার পোকা বলা হয় কেন ? এ পোকা দমনের উপায়গুলো লেখ । 

৪ । পোকা দমনের বিভিন্ন পদ্ধতির নাম লেখ । 

৫ । প্রাকৃতিক দমন ও কৃত্রিম দমনের মধ্যে পার্থক্য লেখ । 

৬। যান্ত্রিক ও জৈবিক পদ্ধতিতে পোকা দমনের উপকারিতা লেখ । 

রচনামূলক প্রশ্ন 

১। কলার পাতা ও ফলের বিটল কোন অবস্থায় কলা গাছের ক্ষতি করে । এ পোকার ক্ষতির নমুনা ও দমনের উপায় সংক্ষেপে বর্ণনা কর । 

২। যান্ত্রিক পদ্ধতিতে পোকা দমন কৌশলগুলার বর্ণনা কর । 

৩। জৈবিক উপায়ে পোকা দমন পদ্ধতির বিবরণ দাও । 

৪ । ফল ও ফল গাছে পাকার আক্রমণের ধরন দেখে আম, কাঁঠাল কলা, নারিকেল ও পেয়ারার ২টি করে প্রধান পোকা শনাক্ত করার পদ্ধতি বর্ণনা কর । 

৫ । সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলতে কী বোঝায় ? এর উপকারিতা বা সুবিধাগুলো লেখ ।

Content added By
Promotion