প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ - ব্যবসা শুরু করার পদ্ধতি | NCTB BOOK
255

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ধরণ অনুযায়ী ব্যবসায়কে কত ভাগে ভাগ করা যায় ? 

২. সেবামূলক ব্যবসায় কাকে বলে । 

৩. একমালিকানা ব্যবসায়ের নিবন্ধন কী বাধ্যতামূলক? 

৪. অংশীদারি কারবারের ট্রেড লাইসেন্স সংগ্রহের প্রয়োজন আছে কি? 

৫. যৌথ মূলধনি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক । 

৬. প্রকৃতিগত ধরন অনুযায়ী সহায়তার ধরনকে কয় শ্রেণিতে ভাগ করা যায় । 

৭. সমর্থনমূলক সহায়তা কী? 

৮. একজন ব্যবসায়ীর সাহায্য-সহযোগিতার প্রয়োজন হয় কেন? 

৯. সাহায্য-সহযোগিতার উৎস কত প্রকার ও কী কী? 

১০. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার প্রধান কাজ কী? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. ব্যবসায়ের সংজ্ঞা দাও । 

২. ব্যবসায়ের ধরন কত প্রকার ও কী কী? 

৩. উৎপাদনমূলক ব্যবসা কাকে বলে ? 

৪. ক্রয়-বিক্রয় জাতীয় ব্যবসা বলতে কী বোঝায় ? 

৫. অংশীদারি ব্যবসার সংজ্ঞা দাও । 

৬. সমবায় সমিতি কাকে বলে? 

৭. প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দাও । 

৮. যৌথ মূলধনি ব্যবসার সংজ্ঞা দাও । 

৯. পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? 

১০. রাষ্ট্রীয় কারবার কাকে বলে? 

১১. ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ বলতে কী বোঝায় ? 

১২. সহায়তার উৎসসমূহ বলতে কী বোঝায় ? 

১৩. উদ্দীপনামূলক সহায়তা কাকে বলে? 

১৪. সমর্থনমূলক সহায়তা কাকে বলে ? 

১৫. সংরক্ষণমূলক সাহায্য সহায়তা কাকে বলে? 

রচনামূলক প্রশ্ন 

১. ব্যবসা শুরু করার প্রাথমিক পদ্ধতি সম্পর্কে লেখ।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...