প্লেইন উইভের ডেরিভেটিভসসমূহ

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

প্লেইন উইভ (Plain weave) 
সবচেয়ে সহজ ও সরল উইভ বা ডিজাইন । যে কোন সংখ্যক টানা সুতায় পর্যায়ক্রমে জোড় ও বেজোড় সংখ্যক সুতাকে উপরে উঠিয়ে ও নিচে নামিয়ে প্লেইন উইভ তৈরি করা সম্ভব । এই ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে সূক্ষ্ণ টানা ও পড়েন সুতার প্রয়োজন হয় । মাত্র দুইটি টানা সুতা ও দুইটি পড়েন সুতার মাধ্যমে একটি রিপিট গঠিত হয় । প্লেইন উইভের ক্ষুদ্রতম ডিজাইন হলো ২x২ ।

প্লেইন উইভের ডেরিভেটিসসমূহ (Derivatives of Plain weave) 
প্লেইন উইভের ডেরিভেটিসসমূহ নিম্নরূপ 
১. ওয়ার্প রিব (Warp rib ) 
২. ওয়েফট রিব (Weft rib ) 
৩. ম্যাট (Matt) 
8. রেপ (Repp ) 
৫. ইমিটেশন রেপ (Immitation repp) 

১. ওয়ার্প রিব (Warp rib ) 
ওয়ার্প এ মিহি সুতা এবং ওয়েফট এ মোটা সুতা অথবা একই সেডের মধ্যে দুই বা দুই এর অধিক পিক ব্যবহার করে পড়েন বরাবর রিব প্রদর্শন করাই হলো ওয়ার্প রিব ক্লথ । এখানে কাপড়ের একক দৈর্ঘ্যে পড়েন সুতার সংখ্যার চেয়ে টানা সুতার সংখ্যা বেশি থাকে ।

 ওয়ার্প রিব এর বৈশিষ্ট্য (Characteristics of Warp rib ) 
০ এটি একটি প্লেইন ক্লথ এবং ড্রাফটিং লিফটিং প্লান হুবহু প্লেইন উইভ এর ন্যায়। 
০ ওয়ার্প-এ মিহি সুতা ও ওয়েফট-এ মোটা সুতা থাকে । 
o দুই বা দুইয়ের অধিক পড়েন সুতা একটি পড়েন সুতার মতো ব্যবহার হয় । 
o সাধারণত একটি পড়েনের দিকে রিব প্রদর্শন করে । 
০ ইঞ্চি প্রতি টানার সুতার সংখ্যা পড়েন সুতার সংখ্যার চেয়ে বেশি। 
o টানা ও পড়েন এ একই কাউন্টের সুতা ব্যবহার করা যায়। যদি একক পরিসরে এই টানার সংখ্যা পড়েনের সংখ্যার তুলনায় বেশি হয় । 
o সাধারণত ওয়ার্প ফেইস কন্সট্রাকশন নির্দেশ করে। 

ওয়ার্প রিব দুই প্রকার। যথা- 
ক) রেগুলার ওয়ার্প রিব 
খ) ইরেগুলার ওয়ার্প রিব

ক) রেগুলার ওয়ার্প রিব
প্রতি পিকে সমান সংখ্যক পড়েন সুতা প্রবেশ করিয়ে যে আনুভূমিক রিব গঠন করা হয় তাকে রেগুলার ওয়ার্স রিব বলে। রিবগুলো একই আকারের হয়ে থাকে।

ব্যবহার
পপলিনস, পলিনেটস এবং বিভিন্ন প্রকার গ্রস গ্রেইন ক্লথ । 

২. ওয়েফট রিব (Weft rib ) 
পড়েনে মিহি সুতা এবং টানায় মোটা সুতা অথবা একাধিক টানা সুতা একত্রে একটি টানা সুতা হিসেবে সুভার সাথে বন্ধনীতে অংশ গ্রহণ করে উলম্বভাবে রিব প্রদর্শন করে, তাকে ওয়েফ রিব বলে । এখানে কাপড়ের একক দৈর্ঘ্যের পড়েন সুতার সংখ্যার চেয়ে টানা সুতার সংখ্যা কম থাকে ।

ওয়েফট রিব এর বৈশিষ্ট্য (Characteristics of Weft rib ) 
০ এটি একটি প্লেইন ক্লথ এবং ড্রাফটিং প্লান হুবহু পেইন উইন্ডের ন্যায় । 
০ পড়েনে মিহি সুতা এবং টানায় মোটা সুতা থাকে । 
০ দুই বা দুই এর অধিক টানা সুতা একটি টানা সুতার মতো ব্যবহার করে । 
০ সাধারণত এটি টানার দিকে রিব প্রদর্শন করে । 
০ ইঞ্চি প্রতি পড়েন সুতার সংখ্যা টানা সুতার সংখ্যার চেয়ে বেশি। 
০ পড়েন ও টানায় একই কাউন্টের সুতা ব্যবহার করা যায়, যদি প্রতি ইঞ্চিতে পিকস এর সংখ্যা ইঞ্চি প্রতি টানা সুতার সংখ্যার চেয়ে বেশি থাকে। 
০ এটি সাধারণত ওয়েফট ফেইস রিব প্রদর্শণ করে।

ওয়েফট রিব দুই প্রকার। যথা- 
ক) রেগুলার ওয়েফট রিব। 
খ) ইরেগুলার ওয়েফট রিব। 

ক) রেগুলার ওয়েট রিব 
সমান সংখ্যক টানা সুতাকে একটি সুতা হিসেবে ব্যবহার করে যে উলম্ব রিব গঠন করা হয় তাকে রেগুলার ওয়েফট রিব বলে। রিবগুলো একই আকারের হয়ে থাকে।


রিব কাপড়ের ব্যবহার 
০ ফনিসিং ক্লথ 
০ ফ্লোর ম্যাট 
০ কম্বল ইত্যাদি । 
০ কখনও কখনও বিভিন্ন ধরনের পোশাক হিসেবে ব্যবহার করা হয়। 

৩। ম্যাট / হপস্যাক উইভ (Matt / Hopsack weave) 
টানা ও পড়েনকে উভয় দিকে প্রসারিত করে প্লেইন উইভের ন্যায় ম্যাট উইভ গঠন করা হয়। দুই বা তার অধিক টানা সুতা ওয়েফট রিবের একটি সুতা হিসেবে কাজ করে এবং অনুরূপ দুই বা ততোধিক পড়েন সুতা ওয়ার্স রিবের ন্যায় একটি সুতা হিসেবে কাজ করে প্লেইন উইভ গঠন করে । এটিই ম্যাট উইভ। এক কথায় বলা যায়, ওয়ার্স ও ওয়েফট রিবের মিশ্রণই ম্যাট উইভ। 

ম্যাট উইভের বৈশিষ্ট্য (Characteristics of Matt weave) 
০ এটি একটি প্লেইন ক্লথ, ড্রাফটিং, লিফটিং ও হুবহু প্লেইন উইভের ন্যায় । 
০ অনুভূমিক ও উল্লম্ব উভয় দিকেই দুই বা ততোধিক টানা ও পড়েন সুতা একই রকম কাজ করলে ম্যাট উইভ প্রস্তুত হয়। 
o ম্যাট এর অপর নাম Basket, Hopsack, Dice, Duck 
০ সবচেয়ে ছোট ম্যাট ২x২। এটি খুবই মজবুত। সবচেয়ে ছোট ডিজাইন ৪X৪। 
০ এটি ওয়ার্প ও ওয়েফট রিবের মিশ্রণ । 
০ পৃষ্ঠদেশ খুবই মসৃন এবং দৃঢ়, এটিই এর প্রধান বৈশিষ্ট্য।

ম্যাট উইভের শ্রেণি বিভাগ (Classification of Matt weave) 
ম্যাট উইভকে চারভাগে ভাগ করা যায়। যথা- 
ক) রেগুলার ম্যাট (Regular matt) 
খ) ইরেগুলার ম্যাট (Irregular matt) 
গ) স্টিচড ম্যাট (Stiched matt) 
ঘ) ফ্যান্সি ম্যাট (Fancy matt) অথবা ভ্যারিগেটেড ম্যাট (Variegated matt) 

ক) রেগুলার ম্যাট (Regular matt) 
সমান সংখ্যক টানা ও পড়েন সুতা দ্বারা এবং টানা ও পড়েনে একই কাউন্টের সুতা দ্বারা প্রস্তুতকৃত উইভ যার উভয় পার্শ্বে একই রকম ডিজাইন পরিলক্ষিত হয় তাই রেগুলার ম্যাট। এক কথায় বলা যায়- রেগুলার ওয়ার্স রিব ও ওয়েট রিব এর মিশ্রণের ফলে রেগুলার ম্যাট গঠিত হয় ।

খ) ইরেগুলার ম্যাট (Irregular matt) 
যে ম্যাট উইভে টানা ও পড়েন ভাসা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাদেরকে ইরেগুলার ম্যাট বলে। অর্থাৎ ইরেগুলার ওয়ার্প ও ওয়েফট রিব দ্বারা ইরেগুলার ম্যাট উইভ গঠিত হয় । উদাহরণ

ফ্যান্সি ম্যাট (Fancy matt) অথবা ড্যারিগেটেড ফ্যাট (Variegated matt) এর বৈশিষ্ট্য 
০ টানা ও পড়েন অসম গ্রুপের সুতা দ্বারা যে ম্যাট গঠিত হয় উহা ভ্যারিগেটেড ম্যাট। 
০ এটি ওয়ার্প এর দিকে অথবা ওয়েফট এর দিকে অথবা উভয় দিকেই হতে পারে। 
০ কমপক্ষে চারটি ঝাঁপ ব্যবহার হয় । 

ব্যবহার 
ফার্নিসিং রুখ হিসেবে বিছানার চাদর, টেবিল ক্লথ, পর্দা ইত্যাদিতে ব্যবহার হয়। 

৪। রেপ (Repp) 
ক্লথ দুই সেট টানা সুতা মোটা ও মিহি এবং দুই সেট পড়েন সুতা মোটা ও মিহি ব্যবহার করে যে উইভ তৈরি করা হয়। তাকে রেপ ক্লথ বলে । যখন মোটা সুতার সেট উপরে উঠে পড়েনে মোটা সুতা ও মিহি সুতার সেট উপরে উঠলে পড়েনে মিহি সুতা ব্যবহার করে কাপড় বুনানো হয়। টানার দুই সেট সুতার জন্য দুইটি বিম ব্যবহার করা হয়। মোটা সুতার বিমটি টিলা ও মিহি সুতার বিমটি টান টান অবস্থায় রাখা হয়। ফলে মোটা সুতার জন্য কাপড়ে একটি রিবের সৃষ্টি হয় । 

রেপ (Repp) ক্লথ এর বৈশিষ্ট্য 
০ এটি একটি প্লেইন ক্লথ। এর ড্রাফটিং ও লিফটিং প্লেইন উইভ এর ন্যায়। 
০ এই ধরনের কাপড় বুননের জন্য দুই ধরনের বিম এর প্রয়োজন হয়। এর একটিতে মোটা সুতা এবং অপরটিতে মিহি সুতা থাকে । মিহি সুতার বিমটি টাইট (tight) ও মোটা সুতার বিমটি ঢিলা (Loose) অবস্থায় থাকে। 
০ ঝাঁপের মেইল আইতে সুতা পরানোর সময় মোটা-মিহি, মোটা-মিহি অর্থাৎ মোটা সুতাসহ একটি ঝাঁপে ও মিহি সুতাসমূহ একটি ঝাঁপে এভাবে ড্রাফটিং করা হয়ে থাকে । 
০ কাপড় বুননের সময় সেডে মোটা সুতার ঝাঁপটি উপরে থাকলে পড়েন এ মোটা সুতা ও মিহি সুতার বিমটি উপরে থাকলে পড়েনে মোটা সুতা ব্যবহার করা হয় । 
০ এই কাপড় বুননের সময় মালটিপল সাটল বক্স ব্যবহার করা প্রয়োজন ।

Content added By

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 
১. ওয়ার্স রিব এর সজ্ঞা দাও । 
২.প্লেইন উইভের সংজ্ঞা দাও ? 
৩.ওয়ার্প রিব কত প্রকার ও কি কি ? 
৪.একটি দুই আপ দুই ডাউন রেগুলার ওয়ার্স রিব ডিজাইন অংকন কর। 
৫.ম্যাট উইভের সংজ্ঞা দাও । 
৬. ফেন্সি ম্যাট কি ? 
৭. ফেন্সি ম্যাটের ব্যবহার লেখ। 

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. প্লেইন উইভের ডেরিভেটিভস সমূহের নাম লেখ । 
২. ওয়ার্প রিবের বৈশিষ্ট্য লেখ। 
৩. ওয়েফট রিবের বৈশিষ্ট্য লেখ। 
৪. ম্যাট উইভের বৈশিষ্ট্য লেখ। 
৫. ম্যাট উইভের শ্রেণি বিভাগ দেখাও। 
৬. একটি                                  (৪) রেগুলার ম্যাট ডিজাইন অংকন কর । 
৭. রেপ ক্লথের ক্রস সেকশন দেখাও । 
৮. রেপের ব্যবহার লেখ। 

রচনামূলক প্রশ্ন 
১. যে কোন একটি ম্যাট ডিজাইন অংকন করে তার ড্রাফটিং লিফটিং দেখাও । 
২. ওয়ার্স রিব ও ওয়েফট রিবের পার্থক্য লেখ ।

Content added || updated By
Promotion