ভূমিকা-
সবচেয়ে সহজ ও সরলতম উইড বা ডিজাইন হলো প্লেইন ডিজাইন। যে কোন সংখ্যক টানা সুতা পর্যায়ক্রমে জোড় ও বেজোড় সংখ্যক সুভাকে উপরে উঠিয়ে ও নিচে নামিয়ে প্লেইন উইভ তৈরি করা সম্ভব। এই উইভের মধ্যে সুতাগুলো একটি বাদে একটি বন্ধনীতে অংশ গ্রহণ করে ।
সংজ্ঞা
(ক) প্লেইন উইভ টানা ও পড়েন সুতার পর্যায়ক্রমিক ইন্টারলেসমেন্ট এর মাধ্যমে যে উইভ গঠন করা হয় । তাকে প্লেইন উইভ বলে । প্লেইন উইভে টানা ও পড়েন দুইটি সুতার বন্ধনীর মাধ্যমে সর্বাধিক দৃঢ়তা প্রমাণ করে ।
(খ) ড্রাফটিং প্লান যে পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে টানা সুতা ঝাঁপের ব চক্ষুর মধ্য দিয়ে ড্রইং হুকের মাধ্যমে টানা বা গাঁথা হয় তাকে ড্রাফটিং বলে এবং যে নিয়ম বা প্লানের মাধ্যমে এই কার্য সম্পাদন করা হয় তাকে ড্রাফটিং প্রান বলে।
(গ) লিফটিং প্লান ঝাঁপ উপরে উঠানো ও নিচে নামানোর ফলে শাটেল চলাচলের রাস্তা তৈরি হয়। যে পরিকল্পনার মাধ্যমে এই কার্য সম্পাদন করা হয় তাকে লিফটিং প্লান বলে ।
ড্রাফটিং ও লিফটিং প্লান তৈরি করার পদ্ধতি
যেহেতু মাত্র ২x২ রিপিটে প্লেইন ডিজাইন করা হয় কাজেই এই ডিজাইনের ড্রাফটিং ও লিফটিং প্লান করা অত্যন্ত সহজ।
মূল উইডে ২ ঘর টানা ও ২ ঘর পড়েন সুতা দ্বারা প্লেইন ডিজাইনের রিপিট তৈরি করা হয়েছে। কাজেই ড্রাফটিং প্লানের জন্য আড়াআড়ি ঘর বা রেখাকে ঝাঁপ হিসেবে নির্দেশ করা হয়। যেহেতু প্লেইন উইভের রিপিটে ২টি মাত্র টানা সুতা রয়েছে। কাজেই এখানে মাত্র ২টি ঝাঁপ ব্যবহার করলেই চলে অর্থাৎ ঝাঁপের জন্য ২টি টানা সুতা ২টি ঝাপের মেইল আই এর মধ্যে টেনে নিলেই ড্রাফটিং সম্পন্ন হবে ।
অনুরুপভাবে লিফটিং প্লানের জন্য প্রথমেই ঝাঁপের সংখ্যার সমান উলম্ব ঘর ও পড়েন সুতার সংখ্যার সমান আড়াআড়ি ঘর নিয়ে লিফটিং প্লান করতে হবে ২টি পড়েন সুতা ও ২টি টানা সুতা দ্বারা রিপিটের জন্য লিফটিং পানও ২x২ ঘরে করলেই চলবে যা ডিজাইনের অনুরূপ হবে ।
সতর্কতা-
যে কোন ডিজাইন, ড্রাফটিং প্লান ও লিফটিং প্লান তৈরি করার সময় মনোযোগী হওয়া উচিত নতুবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
উপসংহার / মন্তব্য
আরও দেখুন...