শহীদ ফারহান ফাইয়াজ ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী, জন্ম ১২ সেপ্টেম্বর ২০০৬, নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে ১৮ জুলাই ২০২৪ রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গুলিতে তিনি নিহত হন। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা এই তরুণ আন্দোলনে নেমে আর ঘরে ফিরতে পারেননি। তার মৃত্যু শিক্ষার্থীদের আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং তা বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বাকরুদ্ধ পরিবার হত্যাকারীদের বিচার দাবি করেছেন। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের কাছে ফারহান ফাইয়াজ আজ নতুন প্রজন্মের এক কিংবদন্তি ও শহীদ হিসেবে স্মরণীয়।

Content added By
Read more